Ajker Patrika

উপজেলা নির্বাচন: প্রার্থিতার পর প্রতীক পেলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ১৮: ৩৫
উপজেলা নির্বাচন: প্রার্থিতার পর প্রতীক পেলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই

আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে টেলিফোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে তৃতীয় ধাপের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনকে টেলিফোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।’ 

গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মো. শাহাদাত হোসেনকে নির্বাচনে সুযোগ দিতে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এর আগে ৫ মে যাচাই-বাছাইয়ে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন রাখায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। 

আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে। উপজেলা চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ চারজন প্রার্থী হয়েছেন। বাকি তিনজন হলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল (দোয়াত কলম) এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী রাজ (মোটরসাইকেল)। 

ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন (চশমা), মধ্যপ্রাচ্যপ্রবাসী মামুন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার (ফুটবল), ফাতেমা বেগম পারুল (প্রজাপতি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত