Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, দুই শিশু গুলিবিদ্ধ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ০৫
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, দুই শিশু গুলিবিদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকে গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।’

গুলিবিদ্ধ রোহিঙ্গা শিশুরা হলো বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ওবায়দুল্লাহর মেয়ে উম্মে হাফসা (১১) এবং আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।

ওসি মোহাম্মদ আলী জানান, গোলাগুলির ঘটনায় হাফসা কোমরে ও ফয়েজ ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত