Ajker Patrika

থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, রাতে আবার সংঘর্ষের আশঙ্কা

চবি সংবাদদাতা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৩৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাতে যেকোনো সময় আবার সংঘর্ষের আশঙ্কা করছেন চবির প্রক্টর অধ্যাপক বজলুর রহমান।

এ বিষয়ে অধ্যাপক বজলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমার শত শত শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের অবস্থা গুরুতর। যৌথ বাহিনী অনেক দেরিতে ঘটনাস্থলে এসেছে, ততক্ষণে অনেক রক্তক্ষয় হয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। রাতে আরও সংঘাত হতে পারে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার রাত ১২টা থেকে শুরু হয় শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘাতের ঘটনা। পুলিশ ও সেনাবাহিনী এসে গভীর রাতে পরিস্থিতি আপাতত সামাল দিয়ে যায়। রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আবার শুরু হয় সংঘর্ষ, চলে বিকেল ৪টা পর্যন্ত।

শিক্ষার্থীদের ওপর স্রোতের মতো হামলাকারীরা ধেয়ে আসে, চারদিকে শোনা যায় আর্তনাদ। এ সময়ের মধ্যে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলকে ঘটনাস্থলে দেখা যায়নি। বিকেল ৪টার পর পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর টিম কয়েকটি গাড়িতে করে ঘটনাস্থলে আসে। এ সময় তারা ঘটনাস্থলে অবস্থান নিলে শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত