Ajker Patrika

সাজেকগামী পর্যটকের গাড়িতে গুলি-ভাঙচুর

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
সাজেকগামী পর্যটকের গাড়িতে গুলি-ভাঙচুর

রাঙামাটিতে সাজেকগামী পর্যটকের গাড়ি লক্ষ করে গুলি করেছে দুর্বৃত্তরা। 

আজ সোমবার বেলা ১১টার দিকে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ছাড়াও পর্যটকবাহী মাহিন্দ্রা ও প্রাইভেটকারের চাকায় গুলি এবং পিকআপ ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে। উদ্ধারকৃতদের সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত