Ajker Patrika

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় স্ত্রী হত্যা মামলায় মো. সজীবকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রোববার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি সজীবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার কড্ডা গ্রামে। 

আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদ যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামির হাজতবাস কালীন সময় থেকে তাঁর সাজার মেয়াদ কাটা হবে। 

এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালে ৬ অক্টোবর ডবলমুরিং থানাধীন মৌলভি পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন সোহানা আক্তার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আব্দুল কুদ্দুসের মেয়ে। ওই ঘটনার পর স্বামী সজীব পলাতক থাকেন। পরে নিহতের বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে ডবলমুরিং থানায় সজীবকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

 ২০১৭ সালে ২৮ জানুয়ারি সজীবকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন ডবলমুরিং থানার পুলিশ। ওই বছর ২২ আগস্ট আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কাজ শুরু করেন। এই মামলায় ১৩ জন সাক্ষ্য দেন বলে এজাহার থেকে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত