Ajker Patrika

লংগদুতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৫: ৩০
লংগদুতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে লংগদু ভাইবোনছড়ায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে মামা জাকির হোসেনের বাড়ি বেড়াতে আসে কিশোরী আয়েশা। ভোরে কালবৈশাখী ঝড় হচ্ছিল। এ সময় কাঁচা ঘরের ওপর বজ্রপাত হয়। ঘরের ভেতরে পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় আয়শা আক্তার গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বজ্রপাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে চেতনা ফিরে অচেতন অবস্থায় কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত