Ajker Patrika

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২২, ১১: ১৬
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছাড়া ইউনিয়নে আগুন পুড়ে ছাই হয়ে গেছে সাতটি বসতঘর। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বাহারছাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্মাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

ক্ষতিগ্রস্তেরা হলেন মো. জামাল, মো. হেলাল, মো. ইদ্রিস, মো. জয়নাল, মো. দেলোয়ার, মো. ইউনুছ, মো. সোহাগ। 

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আজাদুল ইসলাম আজকের পত্রিকাকে বললেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়েছে।’ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পরে জানানো হবে। 

বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে সাতটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত