Ajker Patrika

মেঘনায় জাটকা ধরায় ১১ জেলে গ্রেপ্তার 

চাঁদপুর প্রতিনিধি
মেঘনায় জাটকা ধরায় ১১ জেলে গ্রেপ্তার 

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরায় ১৩ জেলেকে হাতেনাতে আটক করে নৌপুলিশ। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অভিযানে ১ হাজার ৫০০ মিটার অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার রাতে চাঁদপুর নৌ–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য জানান। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাতে মেঘনা নদীর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনার বাজার ও লালপুর থেকে জেলেদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জেলেরা হলেন, শাহজালাল বন্দুকশী (২৭), মোহাম্মদ জাকারিয়া (১৯), মো. সাগর (১৯), আমিনুদ্দিন বেপারী (৩২), মো. বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭), নুরুল হক (৫৫)। এছাড়া বাকি দুজন কিশোর হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ওসি কামরুজ্জামান বলেন, ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত আলামত চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত