Ajker Patrika

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহতের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৭: ৫০
রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহতের অভিযোগ

রাঙামাটির লংগদুর ছোট কাট্টলী মোন এলাকায় জেএসএসের সশস্ত্র হামলায় শ্যামল চাকমা (৩০) নামে এক ইউপিডিএফ কর্মী নিহতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদুর ছোট কাট্টলীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার বিষয়ে কোনো তথ্য স্থানীয় প্রশাসন, পুলিশ কাছে নেই। 

নিহত শ্যামল চাকমা রাঙামাটির নানিয়াচর উপজেলার গবছড়ি এলাকার ফুলেশ্বর চাকমার ছেলে। 

এদিকে ইউপিডিএফের জেলা সমন্বয়ক সচল চাকমা একজন নিহতের কথা স্বীকার করেছেন। নিহত শ্যামল চাকমার মরদেহ তাঁদের হেফাজতে আছে বলে জানান তিনি। 

সচল চাকমা বলেন, নিহত শ্যামল চাকমা সাংগঠনিক কাজে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লংগদুর ছোট কাট্টলীতে যান সেখানে জেএসএস সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে। 

এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করা হলেও জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, লংগদুতে জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। জেএসএসের কোনো সশস্ত্র সংগঠন নেই। 

রাঙামাটি অতিরিক্ত পুলিশ মাহমুদা বেগম বলেন, পুলিশের কাছে বন্দুক এবং হতাহতের বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গেছে সেখানে গিয়ে বন্দুকযুদ্ধের আলামত পাওয়া গেছে তবে হতাহত কাউকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত