নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হোল্ডিং ট্যাক্স বাড়ানো হলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘জনগণের বিরুদ্ধে গিয়ে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে, চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশন ভবন ঘেরাও করা হবে।’
বন্দর ইস্ট কলোনি নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিবারের খোঁজ নিতে গিয়ে আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই চসিক মেয়র আবারও হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পায়তারা করছেন। এতে নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
বিএনপি নেতা বলেন, বর্তমানে অযৌক্তিকভাবে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। এর ওপরে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে, নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে।
শাহাদাত হোসেন বলেন, এমনিতেই অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এসব উন্নয়ন প্রকল্পগুলো আরও দুর্ভোগ তৈরি করছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। উন্মুক্ত খালে পড়ে মানুষ মারা যায়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আসাদুজ্জান দিদার, শহীদুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
হোল্ডিং ট্যাক্স বাড়ানো হলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘জনগণের বিরুদ্ধে গিয়ে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে, চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশন ভবন ঘেরাও করা হবে।’
বন্দর ইস্ট কলোনি নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিবারের খোঁজ নিতে গিয়ে আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই চসিক মেয়র আবারও হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পায়তারা করছেন। এতে নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
বিএনপি নেতা বলেন, বর্তমানে অযৌক্তিকভাবে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। এর ওপরে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে, নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে।
শাহাদাত হোসেন বলেন, এমনিতেই অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এসব উন্নয়ন প্রকল্পগুলো আরও দুর্ভোগ তৈরি করছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। উন্মুক্ত খালে পড়ে মানুষ মারা যায়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আসাদুজ্জান দিদার, শহীদুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
১৬ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২৯ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে