Ajker Patrika

চসিক ভবন ঘেরাওয়ের হুমকি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

হোল্ডিং ট্যাক্স বাড়ানো হলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘জনগণের বিরুদ্ধে গিয়ে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে, চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে সিটি করপোরেশন ভবন ঘেরাও করা হবে।’

বন্দর ইস্ট কলোনি নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিবারের খোঁজ নিতে গিয়ে আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। 

শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই চসিক মেয়র আবারও হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পায়তারা করছেন। এতে নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’ 

বিএনপি নেতা বলেন, বর্তমানে অযৌক্তিকভাবে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে। এর ওপরে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে, নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে। 

শাহাদাত হোসেন বলেন, এমনিতেই অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এসব উন্নয়ন প্রকল্পগুলো আরও দুর্ভোগ তৈরি করছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। উন্মুক্ত খালে পড়ে মানুষ মারা যায়। 

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আসাদুজ্জান দিদার, শহীদুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত