Ajker Patrika

এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুতি সভা

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার রাতে আনোয়ারায় প্রস্তুতি সভা করেন এনসিপির নেতারা। ছবি: আজকের পত্রিকা
মঙ্গলবার রাতে আনোয়ারায় প্রস্তুতি সভা করেন এনসিপির নেতারা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে প্রস্তুতি সভা করেছেন আনোয়ারা উপজেলার নেতা–কর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলার চাতরী ইউনিয়নের চৌমহনী এলাকায় সংগঠক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন এনসিপির দক্ষিণ জেলা সদস্য আকাশ নূর, সংগঠক আহমদ নূর, জুলাই যোদ্ধা মো. নাঈম উদ্দিন, মাস্টার মো. শাহেদ, মো. দিদারুল আলম, সৈয়দ মামুনুর রশিদ, অনীর্ধ আকাশ, জি এম রিয়াজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, মো. রাসেল ও শাহরিয়ার ফাহিম।

সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময় এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও ভাবনা তুলে ধরতে এনসিপি দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে আগামী ২০ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে আসছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত