Ajker Patrika

সংস্কার শেষে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন: আবদুল্লাহ মোহাম্মদ তাহের

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৬: ৪৫
লক্ষ্মীপুরে জামায়াতের মতবিনিয় সভায় আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা
লক্ষ্মীপুরে জামায়াতের মতবিনিয় সভায় আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা, মামলা গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’

আজ শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি কার্যালয়ের হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এসব কথা বলেন।

জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ‘নির্বাচন কমিশনসহ সব খাত দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।’

চাঁদাবাজ, স্বৈরাচারী, সন্ত্রাসী ও দুনীর্তিবাজদের ভবিষ্যতে ভোট না দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি জনগণ যেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই অনুরোধ করেন তিনি।

লক্ষ্মীপুরে জামায়াতের মতবিনিয় সভায় আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা
লক্ষ্মীপুরে জামায়াতের মতবিনিয় সভায় আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

মতবিনিময় সভায় ঢাকা উত্তর জামায়াতের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন ও তাঁদের নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করবেন না। এটা কোনোভাবে বরদাশত করা হবে না। ছাত্র-জনতার এই আন্দোলনে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই কাউকে খাটো করে দেখার কিছু নেই। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে অগ্রসর হচ্ছি, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সহসেক্রেটারি মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত