লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় (কাপ্তাই হ্রদে) কাট্টলি বিলে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটনের মরদেহ জেলেদের জালে উঠে আসে। এরও প্রায় ৪ ঘণ্টা পর কাট্টলী বিল থেকে এলিনা চাকমার মরদেহ হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রিটনের মরদেহ এবং রোববার সকাল ৬টার দিকে নিখোঁজ শিক্ষার্থী এলিনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার কাট্টলী বিল এলাকায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার কার হয় এবং ২ জন নিখোঁজ হয়। দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরীরা দুর্ঘটনা এলাকা ও আশপাশ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় জালের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার মরদেহ উঠে আসে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। অন্যদিকে আজ রোববার ভোরে কাট্টলী বিল এলাকায় ইলিনা চাকমার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার–পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন। গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে গতকাল দিবাগত রাতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপর একজনের মরদেহ আজ (রোববার) সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।’
রাঙামাটির লংগদু উপজেলায় (কাপ্তাই হ্রদে) কাট্টলি বিলে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটনের মরদেহ জেলেদের জালে উঠে আসে। এরও প্রায় ৪ ঘণ্টা পর কাট্টলী বিল থেকে এলিনা চাকমার মরদেহ হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রিটনের মরদেহ এবং রোববার সকাল ৬টার দিকে নিখোঁজ শিক্ষার্থী এলিনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার কাট্টলী বিল এলাকায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার কার হয় এবং ২ জন নিখোঁজ হয়। দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরীরা দুর্ঘটনা এলাকা ও আশপাশ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় জালের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার মরদেহ উঠে আসে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। অন্যদিকে আজ রোববার ভোরে কাট্টলী বিল এলাকায় ইলিনা চাকমার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার–পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন। গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে গতকাল দিবাগত রাতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপর একজনের মরদেহ আজ (রোববার) সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।’
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ মিনিট আগেশেখ হাসিনার পতনের আগের দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে তাঁকে রক্ষার নানা কৌশল গ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তারা। বিশেষ করে ৫ আগস্ট সকালে শেখ হাসিনার পক্ষে মানববন্ধনের সিদ্ধান্তও হয়।
৯ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
৩০ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
৩৩ মিনিট আগে