Ajker Patrika

রাজস্থলীতে ২ ইটভাটা বন্ধ করল প্রশাসন, লাখ টাকা জরিমানা

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি
রাজস্থলীতে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
রাজস্থলীতে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির রাজস্থলীতে আজ সোমবার অনুমোদন না থাকায় দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বন্ধ হয়ে যাওয়া ইটভাটা দুটি হলো রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের কেভিডব্লিউ ব্রিকস ও বড়ইতলী গ্রামের বিআরবি ব্রিকস ফিল্ড।

দুটি ইটভাটা বন্ধ করার তথ্যের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। তিনি  বলেন, উচ্চ আদালতের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে রাজস্থলী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন জানায়, আজ সোমবার সকাল থেকে পরিচালিত অভিযানে গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলী এলাকার বিআরবি ব্রিকস ও কলেজপাড়া কেভিডব্লিউ ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেখাতে না পারায় ভাটা দুটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া ভাটা দুটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কাঁচা ইটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বন বিভাগ, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি রাঙামাটি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন উচ্চ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত