Ajker Patrika

কাপ্তাই লেকে পানির উচ্চতা প্রায় ১০৬ ফুট, ডুবেছে নিম্নাঞ্চল

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১: ৩৮
বৃহস্পতিবার সকালে কাপ্তাই জেটিঘাটের চিত্র। আজকের পত্রিকা
বৃহস্পতিবার সকালে কাপ্তাই জেটিঘাটের চিত্র। আজকের পত্রিকা

সপ্তাহজুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকের পানি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৬ ফুট উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। ফলে রাঙামাটির সিম্বল হিসেবে খ্যাত রাঙামাটি ঝুলন্ত সেতু ইতিমধ্যে ডুবে গেছে। এদিকে কাপ্তাই লেক-তীরবর্তী উপজেলা বরকল, লংগদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চল ডুবে গেছে বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কাপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকের পানি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ দশমিক ৭৭ ফুট ওপরে। এর আগে গতকাল বুধবার (৩০ জুলাই) কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫৩ ফুট। তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট অতিক্রম করে। যে হারে বৃষ্টি হচ্ছে, মুহূর্তে লেকের পানি বাড়ছে। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট, যদি লেকের পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা লেক থেকে কর্ণফুলী নদীতে পানি নির্গমন করব। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।’

এদিকে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত