চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে এই সম্মেলন হয়। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুস সামাদ এবং সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ।
বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি ইসমাইল খান শামীম। এ ছাড়া বক্তব্য দেন ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্যসচিব আহসান হাবীব।
সম্মেলনে বক্তারা জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। তবে রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা এবং শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি—বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন বক্তারা।
আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে একটি মাইলফলক হয়ে উঠবে। আমের ভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আম চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে একযোগে কাঠামো উন্নয়নের কাজ করা হবে।
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে এই সম্মেলন হয়। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুস সামাদ এবং সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ।
বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি ইসমাইল খান শামীম। এ ছাড়া বক্তব্য দেন ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্যসচিব আহসান হাবীব।
সম্মেলনে বক্তারা জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। তবে রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা এবং শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি—বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন বক্তারা।
আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে একটি মাইলফলক হয়ে উঠবে। আমের ভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আম চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে একযোগে কাঠামো উন্নয়নের কাজ করা হবে।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
১ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৮ ঘণ্টা আগে