আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
সরেজমিনে গত শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট সরবারি এ হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুরুষ ওয়ার্ডের ভেতরে সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের রাখা হয়েছে। বারান্দার মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁদের কোনো মশারি দেওয়া হচ্ছে না। পাচ্ছেন না সরকারি খাবার। মিলছে না শয্যা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, সাধারণ রোগীদের সঙ্গে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তদের রাখার ফলে অন্য রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আর মশারি না দেওয়ার কারণে হাসপাতালের রোগীর সঙ্গে আসা স্বজনেরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ফলে ডেঙ্গু প্রতিনিয়ত বেড়েই চলেছে। হাসপাতালের আশপাশ তেমন পরিষ্কার-পরিচ্ছন্নও রাখা হচ্ছে না।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় সরকারি হাসপাতালগুলো গতকাল সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৭ জন। ছাড়পত্র পেয়েছে সাতজন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ১৬৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা মো. রনি বলেন, ‘১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড হচ্ছে পৌরসভার ডেঙ্গুর হটস্পট। সেখানে পৌরসভার কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে না। মাসে কখনো একবার চলে। আবার কখনো করে না।’
মোখলেসুর রহমান নামের এক রোগী বলেন, ‘সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। হাসপাতালের চিকিৎসার অবস্থা খুবই খারাপ। বাসা থেকে মশারি নিয়ে এসেছি। সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের রাখা হচ্ছে, যে কারণে অন্যদেরও ডেঙ্গু হচ্ছে। এখানে ডেঙ্গু রোগীদের আলাদা করে রাখলে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এটাতে ব্যর্থতা।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর এ জেলায় ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে। এর দায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না।’
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মুহাম্মদ মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমার জানা ছিল না। এখানে আমি নতুন যোগদান করেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
সরেজমিনে গত শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট সরবারি এ হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুরুষ ওয়ার্ডের ভেতরে সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের রাখা হয়েছে। বারান্দার মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁদের কোনো মশারি দেওয়া হচ্ছে না। পাচ্ছেন না সরকারি খাবার। মিলছে না শয্যা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, সাধারণ রোগীদের সঙ্গে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তদের রাখার ফলে অন্য রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আর মশারি না দেওয়ার কারণে হাসপাতালের রোগীর সঙ্গে আসা স্বজনেরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ফলে ডেঙ্গু প্রতিনিয়ত বেড়েই চলেছে। হাসপাতালের আশপাশ তেমন পরিষ্কার-পরিচ্ছন্নও রাখা হচ্ছে না।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় সরকারি হাসপাতালগুলো গতকাল সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৭ জন। ছাড়পত্র পেয়েছে সাতজন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ১৬৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা মো. রনি বলেন, ‘১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড হচ্ছে পৌরসভার ডেঙ্গুর হটস্পট। সেখানে পৌরসভার কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে না। মাসে কখনো একবার চলে। আবার কখনো করে না।’
মোখলেসুর রহমান নামের এক রোগী বলেন, ‘সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। হাসপাতালের চিকিৎসার অবস্থা খুবই খারাপ। বাসা থেকে মশারি নিয়ে এসেছি। সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের রাখা হচ্ছে, যে কারণে অন্যদেরও ডেঙ্গু হচ্ছে। এখানে ডেঙ্গু রোগীদের আলাদা করে রাখলে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এটাতে ব্যর্থতা।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর এ জেলায় ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে। এর দায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না।’
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মুহাম্মদ মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমার জানা ছিল না। এখানে আমি নতুন যোগদান করেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
২ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
৩০ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
৩৭ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
৪০ মিনিট আগে