চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপনের অংশ হিসেবে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘তরুণদের স্মৃতি ধারণ করে আমরা গত আগস্ট মাস থেকে ‘তারুণ্যের উৎসব’-এর আয়োজন করছি। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। ছেলে-মেয়েদের মন ভালো রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘জেলায় খেলাধুলা চালিয়ে যেতে ক্লাবগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনেক ক্লাব আছে যারা ভাড়া নিয়েছে, কিন্তু কোনো কার্যক্রম নেই। ক্লাবগুলো ঝিমিয়ে পড়েছে। তাদের দায়িত্বের কথা আমাদের মনে করিয়ে দিতে হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘যেকোনো খেলার প্রাণ হলো দর্শক। দর্শক টানতে না পারলে আমাদের ক্রীড়াঙ্গন সচল হবে না। আমরা চাই আমাদের সুইমিং পুল শুধু সাঁতার শেখার জন্য নয়, এখান থেকে যেন সেরা সাঁতারুও বেরিয়ে আসে।’
তিনি জানান, জেলা প্রশাসনের অনেক পরিকল্পনা রয়েছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কারণ, প্রশাসন একা কোনো কাজ করতে পারে না।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁদপুরে ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপনের অংশ হিসেবে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘তরুণদের স্মৃতি ধারণ করে আমরা গত আগস্ট মাস থেকে ‘তারুণ্যের উৎসব’-এর আয়োজন করছি। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। ছেলে-মেয়েদের মন ভালো রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘জেলায় খেলাধুলা চালিয়ে যেতে ক্লাবগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনেক ক্লাব আছে যারা ভাড়া নিয়েছে, কিন্তু কোনো কার্যক্রম নেই। ক্লাবগুলো ঝিমিয়ে পড়েছে। তাদের দায়িত্বের কথা আমাদের মনে করিয়ে দিতে হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘যেকোনো খেলার প্রাণ হলো দর্শক। দর্শক টানতে না পারলে আমাদের ক্রীড়াঙ্গন সচল হবে না। আমরা চাই আমাদের সুইমিং পুল শুধু সাঁতার শেখার জন্য নয়, এখান থেকে যেন সেরা সাঁতারুও বেরিয়ে আসে।’
তিনি জানান, জেলা প্রশাসনের অনেক পরিকল্পনা রয়েছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কারণ, প্রশাসন একা কোনো কাজ করতে পারে না।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
২ মিনিট আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি কার্গো ভিলেজ ঘিরে রেখেছেন যৌথ বাহিনীর সদস্যরা। শুধু জরুরি সেবায় নিয়োজিত ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
২ ঘণ্টা আগে