Ajker Patrika

কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আজ মঙ্গলবার আখাউড়ার মোরাল বিলে ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত
আজ মঙ্গলবার আখাউড়ার মোরাল বিলে ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার দায়ে মো. শাহজালাল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২০ মে) বেলা ৩টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের মৌরাল বিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে মৌরাল বিল থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করছে। অভিযানের সময় একটি ড্রেজার দিয়ে মাটি কাটতে দেখা যায়। এতে কৃষিজমিতে গভীর গর্তের সৃষ্টি হয়। পরে ড্রেজারটির মালিক ঘোলখার গ্রামের কানু মিয়ার ছেলে মো. শাহজালালকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা খাদ্য পরিদর্শক মো. সাজেদুর রহমান এবং পুলিশ সদস্যরা। মুচলেকা দিয়ে ড্রেজারটি ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

টিকটকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতিতে রাঙামাটিতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত