Ajker Patrika

ঘরে ঝুলছিল মা ও বিছানায় মেয়ের লাশ, পাশে চিরকুট

বগুড়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় কাহালু উপজেলার ঝুলন্ত অবস্থায় মা ও বিছানা থেকে মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় মেয়ের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল—‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

নিহতরা হলেন—ওই এলাকার অটোরিকশা চালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম (২৪) এবং তাদের একমাত্র সন্তান মুশফিকা খাতুন (৪)।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোরিকশা চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে জুলেখা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে এবং নাতনি মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এ ছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার ১৬২ বিলিয়ন ডলার ইউক্রেনকে অস্ত্র কিনতে ঋণ দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

পুতিন যুদ্ধ বন্ধে ‘অস্বীকৃতি জানানোয়’ রাশিয়ার ওপর ট্রাম্পের ‘প্রথম’ নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

এলাকার খবর
Loading...