ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরূপম সরকার সোহাগ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিনসহ থানা-পুলিশ তাঁকে সহযোগিতা করেন।
বোরহানউদ্দিন উপজেলার ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় নাছির স্টোরের স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেসার্স রহমান মেডিকেলের স্বত্বাধিকারী আতিকুর রহমান সবুজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।’
ভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরূপম সরকার সোহাগ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিনসহ থানা-পুলিশ তাঁকে সহযোগিতা করেন।
বোরহানউদ্দিন উপজেলার ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় নাছির স্টোরের স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেসার্স রহমান মেডিকেলের স্বত্বাধিকারী আতিকুর রহমান সবুজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।’
জয়পুরহাটের কালাই উপজেলায় ‘এসো গড়ি সোনার বাংলা (AGSB)’ নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা তাঁদের জামানত ও বকেয়া বেতন আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা ৩টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাকেন্দ্রের ভুক্তভোগী
৭ মিনিট আগেগত বছরের ৫ আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এই আদেশ দেন।
২০ মিনিট আগেপাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন
১ ঘণ্টা আগেআইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত দল হওয়া মানে তাদের সব কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।
১ ঘণ্টা আগে