Ajker Patrika

পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলা, আটক ৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলা, আটক ৩

বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

আজ রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন খান, পোলিং কর্মকর্তা ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল করিম ও জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস।  

বিষয়টি নিশ্চিত করেছেন আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রিয়াজ হোসেন।

জানা গেছে, ভাইস চেয়ারম্যান দুই প্রার্থীর ব্যালট পেপার ভোটারের হাতে দিয়ে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারের হাতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র থেকে ভোটার বের হয়ে ম্যাজিস্ট্রেটকে জানালে তাৎক্ষণিক কর্মকর্তাদের আটক করা হয়। 

প্রিসাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভেতরে দায়িত্বরত ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তা তাদের দায়িত্বে অবহেলা করছেন। ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্বে অবহেলার সত্যতা পেয়ে ৩ জনকে আটক করে নিয়ে যান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পরে ৩ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত