Ajker Patrika

ফিলিস্তিনির সঙ্গে ববি শিক্ষার্থীদের সংহতি 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফিলিস্তিনির সঙ্গে ববি শিক্ষার্থীদের সংহতি 

ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে এ সমাবেশের আয়োজন করা হয়। শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশে বক্তারা বলেন, ‘১৯৪৮ সালে জোর করে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ইসরায়েল নামে আরেক রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছে। বৈশ্বিক ইয়াহুদীবাদের আগ্রাসন নীতি অনুযায়ী ইসরায়েল সেখানে দখলদারিত্ব চালাচ্ছে। বছরের পর বছর ইসরায়েলি সন্ত্রাসবাদের শিকার ফিলিস্তিনের সাধারণ মানুষ।’

তারা আরও বলেন, ‘সারা বিশ্বের উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো। আমরা এই সমাবেশ থেকে বিশ্ববাসীর কাছে দাবি জানাই, তারা যুগ যুগ ধরে শোষণ-বঞ্চনার শিকার ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াক এবং ইসরায়েলের সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুক।’

আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের ছাত্র হাসিবুল হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আনোয়ার হোসেন মঞ্জু, ইংরেজি বিভাগের মোজাহিদুল ইসলাম মিরাজ, লোক প্রশাসন বিভাগের খালিদ হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত