Ajker Patrika

গৌরনদীতে আওয়ামী লীগের তিন নেতা-নেত্রী গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 
বরিশালের গৌরনদী উপজেলায় আওয়ামী লীগের তিন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদী উপজেলায় আওয়ামী লীগের তিন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় আওয়ামী লীগের তিন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সোহরাব হোসেন ও মহিলা লীগের উপজেলা শাখার নেত্রী ছবি বেগম।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে থানা-পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। চাঁদশীর এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত