Ajker Patrika

খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ মে ২০২৫, ২১: ৫৬
নূর ইসলাম। ছবি: সংগৃহীত
নূর ইসলাম। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এলাকার খাল থেকে নূর ইসলাম নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

নূর ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক। তিনি ক্যাম্পাসসংলগ্ন এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড়ে জমি লিজ নিয়ে কৃষি খামার তৈরি করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ববির উপপরিচালক নূর ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও ববি শিক্ষার্থীরা জানান, নূর ইসলাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড়ে জমি লিজ নিয়ে কৃষি খামার তৈরি করেছেন। দুপুরের কোনো এক সময়ে সেই খামারে রোপণ করা ধানগাছে সেচ দিতে মোটর চালু করতে যান বলে ধারণা করা হচ্ছে। তখন বিদ্যুতায়িত হয়ে পার্শ্ববর্তী খালে পড়ে হয়তো তিনি মারা যান। বিকেলের দিকে লাশ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত