মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিটের সংকটে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকায় রোগীরা ছুটছেন ক্লিনিকগুলোতে। এই সুযোগে ক্লিনিকগুলো ডেঙ্গু পরীক্ষার বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
সরকারি হাসপাতালের তুলনায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কয়েক গুণ বেশি টাকা খরচ হচ্ছে। টাকার অভাবে অনেক রোগী পরীক্ষা করাতে পারছেন না। সরবরাহ না থাকায় হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
তবে রোগীদের অভিযোগ, ক্লিনিক ব্যবসা ধরে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরীক্ষার কিট সংগ্রহে গড়িমসি করছে।
জানা গেছে, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ জ্বরের ক্ষেত্রে রোগীদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকেরা। জুলাই মাসে মুলাদী উপজেলায় সাধারণ জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়।
রোগীরা জানান, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৬০ টাকা নেওয়া হতো। সেখানে বন্ধ হওয়ায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় নিচ্ছে ১ হাজার টাকা।
উপজেলার চরমালিয়া গ্রামের রেজাউল সিকদার জানান, গত ১৯ জুলাই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য গেলে কিট না থাকার অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ পরে গত বৃহস্পতিবার মেয়ের ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে গেলে জানানো হয় কিট নেই।। দীর্ঘদিন ধরে কিট না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
অভিযোগের বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, ডেঙ্গু পরীক্ষার কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। কবে নাগাদ কিট পাওয়া যাবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। কিট এলেই হাসপাতালে পুনরায় পরীক্ষা শুরু হবে।
বরিশালের মুলাদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিটের সংকটে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকায় রোগীরা ছুটছেন ক্লিনিকগুলোতে। এই সুযোগে ক্লিনিকগুলো ডেঙ্গু পরীক্ষার বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
সরকারি হাসপাতালের তুলনায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কয়েক গুণ বেশি টাকা খরচ হচ্ছে। টাকার অভাবে অনেক রোগী পরীক্ষা করাতে পারছেন না। সরবরাহ না থাকায় হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
তবে রোগীদের অভিযোগ, ক্লিনিক ব্যবসা ধরে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরীক্ষার কিট সংগ্রহে গড়িমসি করছে।
জানা গেছে, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ জ্বরের ক্ষেত্রে রোগীদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকেরা। জুলাই মাসে মুলাদী উপজেলায় সাধারণ জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়।
রোগীরা জানান, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৬০ টাকা নেওয়া হতো। সেখানে বন্ধ হওয়ায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় নিচ্ছে ১ হাজার টাকা।
উপজেলার চরমালিয়া গ্রামের রেজাউল সিকদার জানান, গত ১৯ জুলাই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য গেলে কিট না থাকার অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ পরে গত বৃহস্পতিবার মেয়ের ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে গেলে জানানো হয় কিট নেই।। দীর্ঘদিন ধরে কিট না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
অভিযোগের বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, ডেঙ্গু পরীক্ষার কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। কবে নাগাদ কিট পাওয়া যাবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। কিট এলেই হাসপাতালে পুনরায় পরীক্ষা শুরু হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগেসাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড। নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার...
১ ঘণ্টা আগে