Ajker Patrika

মুলাদীতে ইউপি সদস্যের বাড়িতে বোমা হামলার অভিযোগ, আহত ৩

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে ইউপি সদস্যের বাড়িতে বোমা হামলার অভিযোগ, আহত ৩

মুলাদীতে ইউপি সদস্যসহ দুজনের বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে ইউপি সদস্য আলম বেপারীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় শওকত মোল্লাসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আলম বেপারী। অভিযোগ উঠেছে, তয়কা গ্রামের মতি বেপারীর ছেলে জুয়েল বেপারীর নেতৃত্বে ৭ /৮ জন এই বোমা হামলা চালান।

ইউপি সদস্য আলম বেপারী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে তয়কা গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এদের মধ্যে একটি দল রাতের আঁধারে হাত বোমা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। রোববার রাতে জুয়েল বেপারী লোকজন নিয়ে তাঁর বাড়িতে বোমা হামলা চালান। ভয়ে তিনি বাড়ি ছেলে পালিয়ে যান। তাঁকে না পেয়ে হামলাকারীরা বাড়িতে ভাঙচুর করেন।

আহত শওকত মোল্লা বলেন, ‘দীর্ঘদিন ধরে মামলার আসামিরা গ্রামের বাইরে ছিল। রোববার রাতে বোমা মেরে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার একটি হাত ভেঙে দেয় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। তাদের বাঁধা দিলে আরও দুজনকে পিটিয়ে আহত করে। এরপর রাতভর তয়কা-টুমচর গ্রামের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করেন হামলাকারীরা। আহতরা সুস্থ হওয়ার পরে মামলা করা হবে।’

হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে চাইলে জুয়েল বেপারী বোমা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউপি সদস্য ও তার লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘সংবাদ পেয়ে তয়কা-টুমচর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি কিংবা কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত