Ajker Patrika

ভোট নিয়ে শঙ্কামুক্ত নই: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১০ জুন ২০২৩, ১৭: ৪৫
ভোট নিয়ে শঙ্কামুক্ত নই: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম বলেছেন, ‘যেভাবে সাড়া পাচ্ছি, তাতে হাতপাখা বিপুল ভোটে জয়ী হবে। ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা ভোট নিয়ে আশঙ্কামুক্ত নই। আমি নগরবাসীর খাদেম হতে চাই। বরিশাল নগরকে নিরাপদ নগর গড়তে চাই। যেখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্যবদ্ধভাবে থাকতে পারি।’ 

আজ শনিবার বিকেলে নগরের লঞ্চঘাট ও টাউন হলের সামনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

এর আগে সকালে নগর ভবনের সামনে কলাপট্টি, হাটখোলায় গণসংযোগ করেন তিনি। এ সময় মেয়র প্রার্থী ফয়জুল করীম বলেন, হাতপাখার ভোট কেনার প্রশ্নই আসে না। একটি গোষ্ঠী সেন্টার দখলের পরিকল্পনা নিয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার উপকমিটির আহ্বায়ক মাওলানা নেছার উদ্দিন, কে এম শরিয়তুল্লাহ, মাওলানা সানাউল্লাহ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত