Ajker Patrika

আগামীকাল ঈদের প্রস্তুতি বরিশালের ৫০ মসজিদে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আগামীকাল ঈদের প্রস্তুতি বরিশালের ৫০ মসজিদে

বরিশালের মহানগরসহ বিভিন্ন উপজেলায় পাঁচ হাজারের বেশি পরিবার আগামীকাল বুধবার ঈদুল আজহা উদ্‌যাপন করবে। এ জন্য ৫০ টির বেশি মসজিদে আগাম ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব মসজিদে আগামীকাল সকাল ৮টা ও সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বন্দরনগরী চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ উদ্‌যাপন করবেন।

বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ড ও দপদপিয়া এলাকারও পাঁচ শতাধিক পরিবার আগামীকাল ঈদের নামাজ পড়ে ঈদ উদ্‌যাপন করবে বলে জানিয়েছেন সেখানকার মুসল্লি মমিন উদ্দিন কালু।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আগামীকাল ঈদ উদ্‌যাপন করবেন। হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

আমীর হোসেন বলেন, ‘আগামীকাল আমাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করবে তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফের অনুসারী। বরিশাল নগরীসহ জেলার ৫০টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা আগামীকাল ঈদের নামাজ পড়বেন।’

 ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তাঁরা আগামীকাল সকাল ৮টায় ঈদের নামাজ পড়বেন। ২৬ নম্বর ওয়ার্ডেও আগামীকাল ঈদপালন করবেন প্রায় ১ হাজার পরিবার।

বাবুগঞ্জ উপজেলায় চন্দনাইশ দরবার শরিফের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে বলে জানিয়েছেন উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। তিনি জানান, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ পাঁচটি গ্রামের এক হাজারের বেশি পরিবারে আগামীকাল ঈদ উদ্‌যাপিত হবে। বাবুগঞ্জের মাধবপামা দুয়ারীবাড়ি জামে মসজিদে আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফের অনুসারীদের তথ্যমতে-জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের চন্দনাইশ দরবারের প্রায় দুই হাজার অনুসারী আগামীকাল ঈদুল আজহা উদ্‌যাপন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত