Ajker Patrika

বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় ১ জেলে নিখোঁজ, উদ্ধার ১১ জন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
Thumbnail image

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামের একটি নৌকাডুবির ঘটনায় ইলিয়াস (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠলে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া নৌকাটি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী এলাকার মধু মিয়ার মালিকানাধীন। নিখোঁজ ইলিয়াস একই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত রোববার বিকেলে পাথরঘাটা মৎস্য ঘাট থেকে বাজার সদাই করে ১৩ জন মাঝিমাল্লা নিয়ে মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যান। এ সময় আবহাওয়া খারাপ হওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। সাগরে মাছ ধরার সময় হঠাৎ নৌকাটি উল্টে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার ১১ জেলেকে ভাসমান অবস্থায় একটি ট্রলার উদ্ধার করলেও ইলিয়াসকে উদ্ধার করতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধার হওয়া জেলেদের বাড়িতে পাঠানো হবে। তাঁদের বাড়ি বরগুনার জেলার বিভিন্ন এলাকায়।

গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, সাগর উত্তাল থাকায় নিখোঁজ জেলের সন্ধানে কোনো উদ্ধার-ট্রলার পাঠানো যাচ্ছে না। 

ডুবে যাওয়া ট্রলারের মালিক মধু মিয়া বলেন, ‘ধারদেনা করে প্রায় ২৫ লাখ টাকা খরচ করে ট্রলারটি বানিয়ে রোববার সাগরে পাঠাই। আজ সকালে ট্রলারটি ডুবে যায়। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাকিব মেহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কেউ বিষয়টি জানায়নি। ট্রলারটি পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকায় ডুবেছে। যা চট্টগ্রাম জোনের আওতায়। মালিক সমিতির সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত