মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসানের বিরুদ্ধে আসামিকে বাঁচাতে বয়স কমিয়ে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ওই আসামিকে জামিনের জন্য দ্বৈত জন্মনিবন্ধন দেন। এর মধ্যে দ্বিতীয় দফায় দেওয়া জন্মনিবন্ধনে বয়স এক বছর দুই মাস কমিয়ে দেন।
গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান দুটি জন্মনিবন্ধন হাতে পাওয়ার পরে বিষয়টি জানতে পারেন।
তবে ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান দ্বৈত জন্মনিবন্ধন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি তথ্য গোপন করে দ্বিতীয়বার জন্মনিবন্ধন করে থাকতে পারেন।
মামলার সূত্রে তদন্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের জামাল সরদারের ছেলে রাকিব সরদারের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ২৪ জানুয়ারি জনৈক মাহমুদ খান বাদী হয়ে রাকিব সরদারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় রাকিব সরদার আসামি রয়েছেন। মামলার তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য অনুসন্ধানে গিয়ে তাঁর নামে দুটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়।
কর্মকর্তা আরও বলেন, রাকিব সরদারের নামে ২০০৮ সালের ১ জুলাই মুলাদী সদর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করা হয়। ওই জন্মনিবন্ধন অনুসারে তাঁর জন্ম তারিখ ২ এপ্রিল ২০০৬। অপর দিকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি রাকিবের নামে ইস্যু করা জন্মনিবন্ধনে জন্মতারিখ দেখানো হয়েছে ৭ জুন ২০০৭। দ্বিতীয় জন্মনিবন্ধনে তাঁর বয়স এক বছর দুই মাস কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর ২৪ জানুয়ারি মামলা হওয়ার পরে রাকিব সরদারকে ২৫ জানুয়ারি আঠারো বছরের কম বয়সী দেখিয়ে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘কাউকে মামলা থেকে বাঁচাতে ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়নি। রাকিব সরদার আগের জন্মনিবন্ধন সনদের তথ্য গোপন করে নতুন নিবন্ধন করে থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে দ্বিতীয়বার নিবন্ধন করা সনদটি অনলাইনে বাতিল করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘একজন ব্যক্তির একাধিক জন্মনিবন্ধন সনদ দেওয়া যাবে না। তথ্য গোপন করে কেউ দ্বৈত জন্মনিবন্ধন করে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধককে তা বাতিল করতে হবে। অন্যথায় ওই নিবন্ধকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসানের বিরুদ্ধে আসামিকে বাঁচাতে বয়স কমিয়ে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ওই আসামিকে জামিনের জন্য দ্বৈত জন্মনিবন্ধন দেন। এর মধ্যে দ্বিতীয় দফায় দেওয়া জন্মনিবন্ধনে বয়স এক বছর দুই মাস কমিয়ে দেন।
গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান দুটি জন্মনিবন্ধন হাতে পাওয়ার পরে বিষয়টি জানতে পারেন।
তবে ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান দ্বৈত জন্মনিবন্ধন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি তথ্য গোপন করে দ্বিতীয়বার জন্মনিবন্ধন করে থাকতে পারেন।
মামলার সূত্রে তদন্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের জামাল সরদারের ছেলে রাকিব সরদারের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ২৪ জানুয়ারি জনৈক মাহমুদ খান বাদী হয়ে রাকিব সরদারের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় রাকিব সরদার আসামি রয়েছেন। মামলার তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য অনুসন্ধানে গিয়ে তাঁর নামে দুটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়।
কর্মকর্তা আরও বলেন, রাকিব সরদারের নামে ২০০৮ সালের ১ জুলাই মুলাদী সদর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করা হয়। ওই জন্মনিবন্ধন অনুসারে তাঁর জন্ম তারিখ ২ এপ্রিল ২০০৬। অপর দিকে ২০২৪ সালের ২৫ জানুয়ারি রাকিবের নামে ইস্যু করা জন্মনিবন্ধনে জন্মতারিখ দেখানো হয়েছে ৭ জুন ২০০৭। দ্বিতীয় জন্মনিবন্ধনে তাঁর বয়স এক বছর দুই মাস কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর ২৪ জানুয়ারি মামলা হওয়ার পরে রাকিব সরদারকে ২৫ জানুয়ারি আঠারো বছরের কম বয়সী দেখিয়ে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘কাউকে মামলা থেকে বাঁচাতে ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়নি। রাকিব সরদার আগের জন্মনিবন্ধন সনদের তথ্য গোপন করে নতুন নিবন্ধন করে থাকতে পারেন। তবে সে ক্ষেত্রে দ্বিতীয়বার নিবন্ধন করা সনদটি অনলাইনে বাতিল করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘একজন ব্যক্তির একাধিক জন্মনিবন্ধন সনদ দেওয়া যাবে না। তথ্য গোপন করে কেউ দ্বৈত জন্মনিবন্ধন করে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধককে তা বাতিল করতে হবে। অন্যথায় ওই নিবন্ধকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
৯ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
১ ঘণ্টা আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
১ ঘণ্টা আগে