Ajker Patrika

ভোলায় দুই চিকিৎসককে মারধর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোলা সংবাদদাতা
প্রেসক্লাবের সামনে স্থানীয়দের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
প্রেসক্লাবের সামনে স্থানীয়দের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোলা জেনারেল হাসপাতালে পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলেও তা এখনো মামলা হিসেবে নেয়নি পুলিশ। গ্রেপ্তার করেনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে।

ঘটনার পাঁচ দিনেও থানা মামলা হিসেবে গ্রহণ না করা এবং হামলাকারীদের আইনের আওতায় না আনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা মামলাসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। আজ মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আরিফুন্নেছা বলেন, ‘গত শুক্রবার বিকেলে হাসপাতালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে এক চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাঁকে হেনস্তা করা হয়। পরদিন শনিবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একইভাবে আরেক চিকিৎসককেও লাঞ্ছিত করা হয়।

‘পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাঁদের চরমভাবে হেনস্তা এবং লাঞ্ছিত করার ঘটনায় আমরা শঙ্কিত। বিষয়টি আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানাই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যার কারণে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, হামলাকারীদের গ্রেপ্তার, হাসপাতালকে দালালমুক্ত, ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত ও হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনসহ ছয় দফা দাবিতে রোববার সকাল থেকে চিকিৎসক, নার্স ও কর্মীসহ আমরা কর্মবিরতি পালন করি। তবে, ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে ওই দিন বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা হাসপাতালে ফের কর্মবিরতিসহ অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচি দেওয়ার চিন্তা করছি।’

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) শেখ সুফিয়ান রুস্তম আজকের পত্রিকাকে বলেন, পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু পাঁচ দিনেও পুলিশ মামলা গ্রহণ করেনি। এতে নিরাপত্তা নিয়ে চিন্তিত হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, ‘হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা শুধু নয়। আমার নিজেরও কোনো নিরাপত্তা নেই। জীবন হুমকির মুখে রেখে আমার পক্ষে চাকরি করা সম্ভব নয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে রাজি নন। তাই আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। আজ মঙ্গলবারের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করা হবে।’

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু অভিযোগটি যথাযথভাবে না হওয়ায় এটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

এদিকে ভোলা জেনারেল হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীতকরণ, সুচিকিৎসা নিশ্চিত ও দালালমুক্ত করার দাবিতে আজ সকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে বক্তব্য দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ভোলা জার্নালিস্ট ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন—

ভোলা হাসপাতালে ফের চিকিৎসকের ওপর হামলা, নিরাপত্তার দাবিতে তত্ত্বাবধায়ক অবরুদ্ধ

ভোলায় চিকিৎসককে মারধর, নেপথ্যে দালাল চক্র

ভোলা জেনারেল হাসপাতালে ঈদের আমেজ কাটেনি, সেবা পাচ্ছে না রোগীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত