Ajker Patrika

আগৈলঝাড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ২৬
আগৈলঝাড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হারুন বক্তিয়ার নামে এক ব্যক্তিকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আহত হারুন বক্তিয়ার উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মৃত এচাহাক বক্তিয়ারের ছেলে। তিনি পয়সারহাট খানবাড়ি তিতুমীর এতিমখানা ও মাদ্রাসার বাবুর্চি। 

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, আজ সকালে হারুন বক্তিয়ারের সঙ্গে একই এলাকার পয়সারহাট বাজারের মেকানিক মহিন বক্তিয়ারের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এ সময় মহিন বক্তিয়ার হারুন বক্তিয়ারকে চেয়ার দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। 

হারুন বক্তিয়ার বলেন, ‘রাস্তার পাশের একটি জমিতে মহিন রশি টানিয়ে মাটি কাটছিল। টানানো রশির বাইরে মাটি পড়ে যাওয়ার বিষয়ে আমি মহিনকে বলি। এতে ক্ষিপ্ত হয়ে মহিন একটি চেয়ার দিয়ে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’ 

হারুন বক্তিয়ারের মেয়ে লুনা বেগম বলেন, ‘আমার বাবাকে মারধর করে আহতাবস্থায় হাসপাতালে এনে সড়ক দুর্ঘটনা বলে ভর্তি করানো হয়েছে। আমরা মারধরের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’ 

অভিযুক্ত মহিন বক্তিয়ার বলেন, ‘আমার জমির মাটি কাটা নিয়ে হারুন বক্তিয়ারের সঙ্গে ঝগড়া হয়। তখন মারধরের ঘটনা ঘটে।’ 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনাটি শুনেছি। তবে, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত