গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছ। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুরসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলা ও সংঘর্ষে বার্থী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকির, ইউনিয়ন বিএনপির সদস্য শাহজাহান ফকির, রিনা বেগম, মোসলেম ফকির, জুলেখা বেগম ও হামিদা বেগম ও আওয়ামী লীগ নেতা করিম লস্করের সমর্থক বার্থী ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সদস্য সালাম ফকির, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার পালোয়ান, ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সদস্য রিয়াজ সরদার, লিলি বেগম ও অজ্ঞাত দুজনসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. করিম লস্কর (৩৬) ও বার্থী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ইউপি সদস্য করিম লস্করের বাড়ির পাশের কাচা রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করত। ইউপি সদস্যর বড় ভাই আবদুল কাদের লস্কর (৪০) শুক্রবার সকাল ৮টার দিকে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এর জের ধরে দুপুর ১টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় করিম লস্করের সমর্থকেরা বিএনপি কর্মী আজিজ ফকির, শাহজাহান ফকির ও মোসলেম ফকিরের বসত ঘরে হামলা করে বসতঘর ভাঙচুর করে। গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিএনপি নেতা আবদুল আজিজ ফকির অভিযোগ করে বলেন, কয়েক যুগ ধরে ওই রাস্তা ব্যবহার করে গ্রামবাসী যাতায়াত করে থাকে। সেই রাস্তা বন্ধ করার প্রতিবাদ করলে করিম লস্কর ও তাঁর সমর্থকেরা দফায় দফায় হামলা চালিয়ে বিএনপি নেতাদের বাড়ি ঘর ভাঙচুর করে এবং আমার ৮ জন স্বজনকে রক্তাক্ত জখম করেছে।
এ অভিযোগ অস্বীকার করে করিম লস্কর বলেন, আমার ভাই পথ বন্ধ করেছে খবর পেয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে বেড়া ভেঙে যাতায়াতের ব্যবস্থা করতে যাই। এ সময় বিএনপি সমর্থকেরা আমার স্ত্রীর ওপর হামলা চালায়। পরে আমার বিক্ষুব্ধ সমর্থকেরা বিএনপির একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে শুনেছি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এখনো কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছ। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুরসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলা ও সংঘর্ষে বার্থী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকির, ইউনিয়ন বিএনপির সদস্য শাহজাহান ফকির, রিনা বেগম, মোসলেম ফকির, জুলেখা বেগম ও হামিদা বেগম ও আওয়ামী লীগ নেতা করিম লস্করের সমর্থক বার্থী ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সদস্য সালাম ফকির, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার পালোয়ান, ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সদস্য রিয়াজ সরদার, লিলি বেগম ও অজ্ঞাত দুজনসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. করিম লস্কর (৩৬) ও বার্থী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ইউপি সদস্য করিম লস্করের বাড়ির পাশের কাচা রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করত। ইউপি সদস্যর বড় ভাই আবদুল কাদের লস্কর (৪০) শুক্রবার সকাল ৮টার দিকে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এর জের ধরে দুপুর ১টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় করিম লস্করের সমর্থকেরা বিএনপি কর্মী আজিজ ফকির, শাহজাহান ফকির ও মোসলেম ফকিরের বসত ঘরে হামলা করে বসতঘর ভাঙচুর করে। গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিএনপি নেতা আবদুল আজিজ ফকির অভিযোগ করে বলেন, কয়েক যুগ ধরে ওই রাস্তা ব্যবহার করে গ্রামবাসী যাতায়াত করে থাকে। সেই রাস্তা বন্ধ করার প্রতিবাদ করলে করিম লস্কর ও তাঁর সমর্থকেরা দফায় দফায় হামলা চালিয়ে বিএনপি নেতাদের বাড়ি ঘর ভাঙচুর করে এবং আমার ৮ জন স্বজনকে রক্তাক্ত জখম করেছে।
এ অভিযোগ অস্বীকার করে করিম লস্কর বলেন, আমার ভাই পথ বন্ধ করেছে খবর পেয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে বেড়া ভেঙে যাতায়াতের ব্যবস্থা করতে যাই। এ সময় বিএনপি সমর্থকেরা আমার স্ত্রীর ওপর হামলা চালায়। পরে আমার বিক্ষুব্ধ সমর্থকেরা বিএনপির একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে শুনেছি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এখনো কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
১৩ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
১৬ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩২ মিনিট আগে