আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার ঘোষণায় খুশি আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির একজন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন।
তফসিল অনুসারে আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা ভোর থেকে শুরু করে রাতভর গণসংযোগ করছেন। দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন।
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গাজী সামসুল হক এবং বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার। মাঠে আছেন আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মৃধাও।
মতিয়ার রহমান ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার মেয়র হন তিনি। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান বলেন, স্বজনপ্রীতি, দলীয়করণ, কিশোর গ্যাং লালন-পালন এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বর্তমান মেয়র। সাধারণ ভোটাররাও ক্ষুব্ধ।
তবে এর সঙ্গে একমত নন মতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। সামনে নির্বাচন বিধায় একটি মহল গভীর ষড়যন্ত্র করছে।’
সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে বশির গাজী হত্যা মামলা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। যদিও ওই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের সমর্থন পেতে রাতভর গণসংযোগ করছি।’
২০১০ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েও বর্তমান মেয়র মতিয়ার রহমানের কাছে হেরে যান গাজী সামসুল হক। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেব। ভোটারদের সমর্থন পেতে কাজ করছি।’
নির্বাচনী লড়াইয়ে নামা যুবলীগ নেতা এলমান আহম্মেদ সুহাদ তালুকদার একেবারেই নবীন। তবে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন তালুকদারের পরিচিতি রয়েছে এলাকায়। বাবার ইমেজ কাজে লাগিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।
মাঠে বিএনপির একজন
বিএনপির নেতা তুহিন মৃধার বাবা প্রয়াত আব্দুস ছাত্তার মৃধা আমতলী পৌরসভার প্রথম মেয়র ছিলেন। এই সূত্রে ২০১০ সালের মেয়র পদে নির্বাচন করেন তিনি। তবে হেরে যান। বাবার ইমেজ এবং দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এ জন্য গণসংযোগে বেকায়দায় রয়েছেন। তুহিন মৃধা বলেন, ‘রাজনৈতিক মামলা নিয়ে গোপনে গণসংযোগ করছি। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছুই করব না।’
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার ঘোষণায় খুশি আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির একজন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন।
তফসিল অনুসারে আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা ভোর থেকে শুরু করে রাতভর গণসংযোগ করছেন। দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন।
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গাজী সামসুল হক এবং বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার। মাঠে আছেন আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মৃধাও।
মতিয়ার রহমান ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার মেয়র হন তিনি। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান বলেন, স্বজনপ্রীতি, দলীয়করণ, কিশোর গ্যাং লালন-পালন এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বর্তমান মেয়র। সাধারণ ভোটাররাও ক্ষুব্ধ।
তবে এর সঙ্গে একমত নন মতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। সামনে নির্বাচন বিধায় একটি মহল গভীর ষড়যন্ত্র করছে।’
সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে বশির গাজী হত্যা মামলা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। যদিও ওই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের সমর্থন পেতে রাতভর গণসংযোগ করছি।’
২০১০ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েও বর্তমান মেয়র মতিয়ার রহমানের কাছে হেরে যান গাজী সামসুল হক। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেব। ভোটারদের সমর্থন পেতে কাজ করছি।’
নির্বাচনী লড়াইয়ে নামা যুবলীগ নেতা এলমান আহম্মেদ সুহাদ তালুকদার একেবারেই নবীন। তবে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন তালুকদারের পরিচিতি রয়েছে এলাকায়। বাবার ইমেজ কাজে লাগিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।
মাঠে বিএনপির একজন
বিএনপির নেতা তুহিন মৃধার বাবা প্রয়াত আব্দুস ছাত্তার মৃধা আমতলী পৌরসভার প্রথম মেয়র ছিলেন। এই সূত্রে ২০১০ সালের মেয়র পদে নির্বাচন করেন তিনি। তবে হেরে যান। বাবার ইমেজ এবং দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এ জন্য গণসংযোগে বেকায়দায় রয়েছেন। তুহিন মৃধা বলেন, ‘রাজনৈতিক মামলা নিয়ে গোপনে গণসংযোগ করছি। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছুই করব না।’
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
৫ মিনিট আগেনীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
২৬ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
২ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগে