Ajker Patrika

পৌরসভা নির্বাচন: আমতলীর মাঠে আ.লীগের চার, বিএনপির একজন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১: ৫৭
পৌরসভা নির্বাচন: আমতলীর মাঠে আ.লীগের চার, বিএনপির একজন

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার ঘোষণায় খুশি আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে আওয়ামী লীগের চারজন এবং বিএনপির একজন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন।

তফসিল অনুসারে আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা ভোর থেকে শুরু করে রাতভর গণসংযোগ করছেন। দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন।

পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গাজী সামসুল হক এবং বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার। মাঠে আছেন আমতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তুহিন মৃধাও। 

মতিয়ার রহমান ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার মেয়র হন তিনি। তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

পৌরসভার সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান বলেন, স্বজনপ্রীতি, দলীয়করণ, কিশোর গ্যাং লালন-পালন এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বর্তমান মেয়র। সাধারণ ভোটাররাও ক্ষুব্ধ।

তবে এর সঙ্গে একমত নন মতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। সামনে নির্বাচন বিধায় একটি মহল গভীর ষড়যন্ত্র করছে।’ 
সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে বশির গাজী হত্যা মামলা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। যদিও ওই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের সমর্থন পেতে রাতভর গণসংযোগ করছি।’

২০১০ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েও বর্তমান মেয়র মতিয়ার রহমানের কাছে হেরে যান গাজী সামসুল হক। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেব। ভোটারদের সমর্থন পেতে কাজ করছি।’

নির্বাচনী লড়াইয়ে নামা যুবলীগ নেতা এলমান আহম্মেদ সুহাদ তালুকদার একেবারেই নবীন। তবে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন তালুকদারের পরিচিতি রয়েছে এলাকায়। বাবার ইমেজ কাজে লাগিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। 

মাঠে বিএনপির একজন
বিএনপির নেতা তুহিন মৃধার বাবা প্রয়াত আব্দুস ছাত্তার মৃধা আমতলী পৌরসভার প্রথম মেয়র ছিলেন। এই সূত্রে ২০১০ সালের মেয়র পদে নির্বাচন করেন তিনি। তবে হেরে যান। বাবার ইমেজ এবং দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এ জন্য গণসংযোগে বেকায়দায় রয়েছেন। তুহিন মৃধা বলেন, ‘রাজনৈতিক মামলা নিয়ে গোপনে গণসংযোগ করছি। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছুই করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত