Ajker Patrika

অস্ত্র-ইয়াবাসহ ইউপি সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২২: ৩৪
অস্ত্র-ইয়াবাসহ ইউপি সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (সদস্য) ও তাঁর স্ত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চরবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে কাউনিয়া পুলিশ। 

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। 

গ্রেপ্তার রাসেল হাওলাদার (৩৯) চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও তাঁর স্ত্রীর শিরিন বেগম (৩৩)। 

কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে হবিনগর গ্রাম থেকে ৪৫টি ইয়াবাসহ সাইফুল ফরাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, ওই ইয়াবা রাসেল মেম্বরের। বিক্রির জন্য তাঁকে দেওয়া হয়েছে। সাইফুলের তথ্যের ভিত্তিতে পুলিশ রাতে রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়। 

অভিযানে রাসেলের বাসায় ফ্লাক্সের ভেতর লুকিয়ে রাখা ২ হাজার ৪৯০টি ইয়াবা, মাদক বিক্রির এক লাখ তিন হাজার টাকা এবং পাঁচটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। 

ওসি আসাদুজ্জামান জানান, রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি ও কাউনিয়া থানায় মোট ২৩টি মামলা রয়েছে। তাঁর মধ্যে ১৮টি মামলা মাদক আইনে। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ইউপি সদস্য রাসেল ও তাঁর পরিবার ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত