বরগুনা প্রতিনিধি
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘বরগুনা অতটা গুরুত্বপূর্ণ জেলা নয়’ এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। বিশেষ করে ফেসবুকে শম্ভুর মন্তব্যের ওই অংশ ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ নভেম্বর বরগুনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ নেতা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তারপর স্থানীয় সাংবাদিকেরা তাঁর কাছে ‘আশপাশের জেলা থেকে বরগুনা তুলনামূলক অনুন্নত’—ভোটারদের এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চান। জবাবে ‘পটুয়াখালী, পিরোজপুরের মতো বরগুনা জেলা অতটা গুরুত্বপূর্ণ নয়’ বলে মন্তব্য করেন তিনি।
ওই ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই এমপি শম্ভুর এমন মন্তব্য নিয়ে আপত্তি তুলে ফেসবুকে সমালোচনা করে পোস্ট দিয়েছেন। আবু নাইম আহমেদ নামের এক ব্যক্তি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জেলা হওয়ার দীর্ঘ ৪০ বছর পরও এমন বাণী শুনতে হলো। তা-ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে। এর চেয়ে বরং পটুয়াখালী থেকে আলাদা না হওয়াই ভালো ছিল। যাঁদের কাছে বরগুনা কোনো গুরুত্বপূর্ণ জেলা নয়, তাঁদের কাছ থেকে বরগুনার উন্নয়ন আশা করা আর রেলগাড়ির চাকা হাওয়া দিয়ে ফুলানোর চেষ্টা করা একই কথা।’
আরও অনেকেই ওই বক্তব্যের পর এমপি শম্ভুকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরগুনা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এই সংসদ সদস্য।
তবে নিজের মন্তব্যের বিষয়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া ওয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও সাড়া মেলেনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘বরগুনা অতটা গুরুত্বপূর্ণ জেলা নয়’ এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। বিশেষ করে ফেসবুকে শম্ভুর মন্তব্যের ওই অংশ ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ নভেম্বর বরগুনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ নেতা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তারপর স্থানীয় সাংবাদিকেরা তাঁর কাছে ‘আশপাশের জেলা থেকে বরগুনা তুলনামূলক অনুন্নত’—ভোটারদের এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চান। জবাবে ‘পটুয়াখালী, পিরোজপুরের মতো বরগুনা জেলা অতটা গুরুত্বপূর্ণ নয়’ বলে মন্তব্য করেন তিনি।
ওই ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই এমপি শম্ভুর এমন মন্তব্য নিয়ে আপত্তি তুলে ফেসবুকে সমালোচনা করে পোস্ট দিয়েছেন। আবু নাইম আহমেদ নামের এক ব্যক্তি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জেলা হওয়ার দীর্ঘ ৪০ বছর পরও এমন বাণী শুনতে হলো। তা-ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে। এর চেয়ে বরং পটুয়াখালী থেকে আলাদা না হওয়াই ভালো ছিল। যাঁদের কাছে বরগুনা কোনো গুরুত্বপূর্ণ জেলা নয়, তাঁদের কাছ থেকে বরগুনার উন্নয়ন আশা করা আর রেলগাড়ির চাকা হাওয়া দিয়ে ফুলানোর চেষ্টা করা একই কথা।’
আরও অনেকেই ওই বক্তব্যের পর এমপি শম্ভুকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরগুনা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এই সংসদ সদস্য।
তবে নিজের মন্তব্যের বিষয়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া ওয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও সাড়া মেলেনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় ব্যক্তিগতভাবে পেয়েছি। আর দ্বিতীয়টি—যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, তার গোড়াও এই...
৪ মিনিট আগেচাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে তাঁর ছেলে শরীফ বেপারিকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার মামলার এই রায় ঘোষণা করেন।
১০ মিনিট আগেআজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
৩১ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
৩৪ মিনিট আগে