নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মাছের ঘের নিয়ে বিরোধের জেরে বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়।
নিহত দুজন হলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ফিড ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার (৪০) ও তাঁর চাচাতো ভাই সাগর হাওলাদার (২৬)।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার সাতলা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে একদল দুর্বৃত্ত তাঁদের গতি রোধ করে কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত পৌনে ২টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের মৃত্যু হয়। পরে সাগরও মৃত্যুবরণ করেন।
নিহত দুজনের চাচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোনাফছের হাওলাদার অভিযোগ করেন, সাতলা বাজারে ইদ্রিস একজন বড় ব্যবসায়ী। তাঁর সঙ্গে সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তাঁর চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের মৎস্য ঘের নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত ১৭ মার্চ ওই মৎস্য ঘেরে রাতের আঁধারে তাঁদের নেতৃত্বে তাণ্ডব চালিয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম অভিযোগ করেন, কয়েক দিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিস হাওলাদারের করা মামলার আসামিরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছিল। বিষয়টি ইদ্রিস পরিবারকে জানিয়েছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, রাতে দুর্বৃত্তদের হামলায় দুজন মারা গেছেন। পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।
মাছের ঘের নিয়ে বিরোধের জেরে বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়।
নিহত দুজন হলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ফিড ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার (৪০) ও তাঁর চাচাতো ভাই সাগর হাওলাদার (২৬)।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার সাতলা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে একদল দুর্বৃত্ত তাঁদের গতি রোধ করে কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত পৌনে ২টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের মৃত্যু হয়। পরে সাগরও মৃত্যুবরণ করেন।
নিহত দুজনের চাচা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোনাফছের হাওলাদার অভিযোগ করেন, সাতলা বাজারে ইদ্রিস একজন বড় ব্যবসায়ী। তাঁর সঙ্গে সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তাঁর চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের মৎস্য ঘের নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত ১৭ মার্চ ওই মৎস্য ঘেরে রাতের আঁধারে তাঁদের নেতৃত্বে তাণ্ডব চালিয়েছিল। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম অভিযোগ করেন, কয়েক দিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিস হাওলাদারের করা মামলার আসামিরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছিল। বিষয়টি ইদ্রিস পরিবারকে জানিয়েছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, রাতে দুর্বৃত্তদের হামলায় দুজন মারা গেছেন। পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।
৭ মিনিট আগেরাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
৪৩ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অনেকের লাশ খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। তাই পুলিশ সেসব লাশ শনাক্তে ডিএনএ প্রোফাইল করার সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগে