বরিশাল প্রতিনিধি
কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার একটি ভিডিও শেয়ার করার পর ক্রিকেট জগতে তুমুল আলোচনায় উঠে এসেছে বরিশালের খুদে খেলোয়াড় আসাদুজ্জামান সাদিদ। শচীন টেন্ডুলকার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিদের একটি ভিডিও শেয়ার করে মন্তব্য করেছেন-দুর্দান্ত!
সাদিদের বোলিং নৈপুণ্যে মুগ্ধ শচীন ফেসবুকে ভিডিওটি শেয়ার করার পর দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হচ্ছে। লেগ স্পিনার রাশিদ খানেরও মনে ধরেছে খুদে সাদিদের বোলিং অ্যাকশন।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ সাদিদ। মাত্র ছয় বছরের সাদিদ জানায়, অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন ও আফগান ক্রিকেটার রাশিদ খানকে অনুসরণ করে সে। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে সাদিদ বলে, তার ভিডিও এভাবে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে তা সে কখনোই ভাবেনি। নগরীর উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাদিদের স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলবে।
নানা বাড়ি নগরীর উলালঘুনি এলাকায় বেড়ে ওঠা সাদিদের মামা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাদিদ ক্রিকেট খুব পছন্দ করে। এলাকার সবাই তাকে ক্রিকেট খেলায় সাহায্য করে। এক সময় ভাগনের বোলিংয়ের ভিডিও ফেসবুকে আপলোড করেন তিনি। সেটি যে দেশে বিদেশে এমন এমন সাড়া ফেলবে, শচীনের মতো কিংবদন্তি সেটি শেয়ার করবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় বর্তমানে মাঠে অনুশীলন করছে সাদিদ। মামা হিসেবে সিরাজুলের ইচ্ছা, সাদিদ সঠিক পরিচর্চা পাক। এ জন্য তাকে বিএসপিতে ভর্তি করার পরিকল্পনাও করেছেন তিনি।
কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার একটি ভিডিও শেয়ার করার পর ক্রিকেট জগতে তুমুল আলোচনায় উঠে এসেছে বরিশালের খুদে খেলোয়াড় আসাদুজ্জামান সাদিদ। শচীন টেন্ডুলকার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিদের একটি ভিডিও শেয়ার করে মন্তব্য করেছেন-দুর্দান্ত!
সাদিদের বোলিং নৈপুণ্যে মুগ্ধ শচীন ফেসবুকে ভিডিওটি শেয়ার করার পর দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হচ্ছে। লেগ স্পিনার রাশিদ খানেরও মনে ধরেছে খুদে সাদিদের বোলিং অ্যাকশন।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ সাদিদ। মাত্র ছয় বছরের সাদিদ জানায়, অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন ও আফগান ক্রিকেটার রাশিদ খানকে অনুসরণ করে সে। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে সাদিদ বলে, তার ভিডিও এভাবে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে তা সে কখনোই ভাবেনি। নগরীর উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাদিদের স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলবে।
নানা বাড়ি নগরীর উলালঘুনি এলাকায় বেড়ে ওঠা সাদিদের মামা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাদিদ ক্রিকেট খুব পছন্দ করে। এলাকার সবাই তাকে ক্রিকেট খেলায় সাহায্য করে। এক সময় ভাগনের বোলিংয়ের ভিডিও ফেসবুকে আপলোড করেন তিনি। সেটি যে দেশে বিদেশে এমন এমন সাড়া ফেলবে, শচীনের মতো কিংবদন্তি সেটি শেয়ার করবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় বর্তমানে মাঠে অনুশীলন করছে সাদিদ। মামা হিসেবে সিরাজুলের ইচ্ছা, সাদিদ সঠিক পরিচর্চা পাক। এ জন্য তাকে বিএসপিতে ভর্তি করার পরিকল্পনাও করেছেন তিনি।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৩ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২৮ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৩৫ মিনিট আগে