Ajker Patrika

কলাপাড়ায় সাটার ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মজিবুর রহমান। ছবি: সংগৃহীত
মজিবুর রহমান। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ দোকান থেকে মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার আলীপুর বাজারের পুরাতন মাছের বাজারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

মজিবুর রহমান আলীপুর বাজারের মৃত আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি ওই বাজারের একটি ওয়ার্কশপের মালিক।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রোববার দুপুরে খাবার খেয়ে বের হন মজিবুর রহমান। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সঙ্গে। তবে তিনি বেশির ভাগ সময় রাতে দোকানেই ঘুমাতেন। আজ খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সাটার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে লাশ ও বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ। পরে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত