Ajker Patrika

ঝালকাঠিতে থেমে থাকা অটোর পেছনে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি  
ঝালকাঠির নলছিটিতে দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠির নলছিটিতে দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটিতে থেমে থাকা অটোরিকশার পেছনে যাত্রীবাহী মাহিন্দ্রার ধাক্কায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দপদপিয়া বকুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর গ্রামের মো. হাসেম হাওলাদার (৭০) ও একই উপজেলার ফলাঘর গ্রামের মো. শামীম (৫০)। দুর্ঘটনায় আহত মোহাম্মদ বাদল (৪৫) ও মোহাম্মদ ফাহিম (১৩) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় পশ্চিম দপদপিয়া বায়তুল মোকাররম জামে মসজিদ কমপ্লেক্সের সামনে একটি অটোরিকশা থেমে ছিল। এ সময় পটুয়াখালীর দিক থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা গাড়ি দ্রুতগতিতে এসে রিকশাটির পেছনে ধাক্কা দেয়। এতে রিকশা ও চালক ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় মাহিন্দ্রার চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, মাহিন্দ্রাটিকে জব্দ করা সম্ভব হলেও চালককে আটক করা যায়নি। তাঁকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত