রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহম্মদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তখন মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকালে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, চারপাশ কুয়াশাচ্ছন্ন। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় পার হওয়ার অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় প্রচণ্ড শীতে দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক জাহাঙ্গীর বলেন, রাত ১২টার দিকে ফেরিঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই পার হওয়ার অপেক্ষায় বসে আছি। শীতের মধ্যে কষ্ট তো হয়, কিন্তু কী করার আছে! কুয়াশায় তো ফেরি চলে না, চললে হয়তো এই কষ্ট হতো না।
আরেক ট্রাকচালক মোসলেম উদ্দিন বলেন, সারা রাত ঘুমাতে পারি নাই শীতের জন্য। একটু গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি করি, আবার গাড়িতে এসে বসি। এভাবেই রাত পার করে দিলাম। কখন যেতে পারব সেটা বলতে পারছি না।
জিরো পয়েন্ট এলাকায় কথা হয় আল আমিন নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সকালে চাকরির একটা পরীক্ষা আছে। এ জন্য রাতে রওনা দিয়েছি। ভোরে ফেরি ঘাটে এসে জানতে পারি ফেরি বন্ধ। চিন্তায় আছি সময় মতো পৌঁছাতে পারব কি না।
বিআইডব্লিউটিস দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহম্মদ ভূইয়া বলেন, রাত সাড়ে ১১টায় ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তখন নদীতে আটকে থাকা ফেরি গুলো পাড়ে ফিরে আসে।
ঘন কুয়াশায় সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহম্মদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তখন মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকালে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, চারপাশ কুয়াশাচ্ছন্ন। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় পার হওয়ার অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় প্রচণ্ড শীতে দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক জাহাঙ্গীর বলেন, রাত ১২টার দিকে ফেরিঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই পার হওয়ার অপেক্ষায় বসে আছি। শীতের মধ্যে কষ্ট তো হয়, কিন্তু কী করার আছে! কুয়াশায় তো ফেরি চলে না, চললে হয়তো এই কষ্ট হতো না।
আরেক ট্রাকচালক মোসলেম উদ্দিন বলেন, সারা রাত ঘুমাতে পারি নাই শীতের জন্য। একটু গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি করি, আবার গাড়িতে এসে বসি। এভাবেই রাত পার করে দিলাম। কখন যেতে পারব সেটা বলতে পারছি না।
জিরো পয়েন্ট এলাকায় কথা হয় আল আমিন নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সকালে চাকরির একটা পরীক্ষা আছে। এ জন্য রাতে রওনা দিয়েছি। ভোরে ফেরি ঘাটে এসে জানতে পারি ফেরি বন্ধ। চিন্তায় আছি সময় মতো পৌঁছাতে পারব কি না।
বিআইডব্লিউটিস দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহম্মদ ভূইয়া বলেন, রাত সাড়ে ১১টায় ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তখন নদীতে আটকে থাকা ফেরি গুলো পাড়ে ফিরে আসে।
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজ সোমবার সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে...
১ সেকেন্ড আগেআগামীকাল মঙ্গলবার মিরন জমাদ্দারের ছেলে মনিম জমাদ্দারের সৌদি আরব যাওয়ার কথা ছিল। ছেলেকে বিদায় দিতে শ্যালককে সঙ্গে নিয়ে ঢাকায় এসে এই হোটেলে উঠেছিলেন তিনি।
৬ মিনিট আগে২৫০ টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দিলদারুল আহমদ ওরফে মুন্সি দিলদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেহবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার পরিবারের ছয়জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়।
২৪ মিনিট আগে