Ajker Patrika

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

বরিশালের গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দেলোয়ারা বেগমের বাড়ি বরিশাল বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালি গ্রামে। 

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার বলেন, দুপুর ১২টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গুনগুন পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা পরিবহন বার্থী বাসষ্ট্যান্ডে পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুনগুন পরিবহনের যাত্রী দেলোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন। 

স্থানীয়রা গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানায় খবর দিলে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন নেতৃত্বে একটি টিম ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে। 

আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। গুরতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি ছলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত