নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে ট্রলার ছিনতাইয়ের জন্য চাচা মাহবুবকে খুন করে পাথর বেঁধে লাশ সন্ধ্যা নদীতে ডুবিয়ে দিয়েছিলেন ভাতিজা সুজন। তাঁর তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট পয়েন্ট থেকে মাহাবুবের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে আজ সুজন, তাঁর বাবা শহিদুল ইসলামসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে পুলিশ অভিযান চালায়।
নিহত মাহবুব উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তিনি ৩১ জানুয়ারি রাহুতকাঠি খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে অপর প্রান্তে রওনা হওয়ার পর ট্রলারসহ নিখোঁজ হন। তাঁকে উদ্ধারের দাবিতে গত কয়েক দিন ধরে উজিরপুরে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়ে আসছিল।
বাবুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মাহাবুবকে গুম করে ট্রলার ছিনতাইয়ের অভিযোগে তাঁর এক ভাই জামাল ১ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাত ১০টার সময় রাহুতকাঠি খেয়াঘাট থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা যাত্রীবেশে তাঁর ভাইয়ের ট্রলারে উঠেছিলেন। পরে তাঁরা মাঝ নদীতে গিয়ে তাঁকে হত্যা করে ট্রলার নিয়ে পালিয়েছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ব্যাপক তদন্তের পরে পুলিশ মঙ্গলবার নিহতের ভাই শহিদুল ও তাঁর ছেলে সুজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সুজনের মামাতো ভাই রিয়াদসহ চারজনকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা নদীর মোল্লারহাট পয়েন্টে ডুবুরি দল নিয়ে অভিযান চালিয়ে মাহবুবের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, মাহবুবের ভাই শহিদুল হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি। সুজন পুলিশকে জানিয়েছেন, ট্রলার ছিনতাইয়ের জন্য তিনি চাচাকে হত্যা করেছেন। ট্রলারটি তিনি বিক্রি করে দিয়েছেন।
মামলার বাদী জামাল বলেন, বছর তিনেক আগে সুজন ও মাহবুবের ছেলের মধ্যে মারামারি হয়। তখনই সেটা মীমাংসা হয়েছিল। তবে এ নিয়ে সুজনের মনে ক্ষোভ ছিল। ৩১ জানুয়ারি সুজন, রিয়াদসহ সাত-আটজন নদীর অপর পাড়ে যাওয়ার কথা বলে মাহাবুবের ট্রলারে ওঠে। নদীর মাঝে গিয়ে সুজন অন্যদের নিয়ে তাঁর চাচাকে হত্যা করেছেন।
বরিশালের বাবুগঞ্জে ট্রলার ছিনতাইয়ের জন্য চাচা মাহবুবকে খুন করে পাথর বেঁধে লাশ সন্ধ্যা নদীতে ডুবিয়ে দিয়েছিলেন ভাতিজা সুজন। তাঁর তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট পয়েন্ট থেকে মাহাবুবের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে আজ সুজন, তাঁর বাবা শহিদুল ইসলামসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে পুলিশ অভিযান চালায়।
নিহত মাহবুব উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। তিনি ৩১ জানুয়ারি রাহুতকাঠি খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে অপর প্রান্তে রওনা হওয়ার পর ট্রলারসহ নিখোঁজ হন। তাঁকে উদ্ধারের দাবিতে গত কয়েক দিন ধরে উজিরপুরে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়ে আসছিল।
বাবুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মাহাবুবকে গুম করে ট্রলার ছিনতাইয়ের অভিযোগে তাঁর এক ভাই জামাল ১ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাত ১০টার সময় রাহুতকাঠি খেয়াঘাট থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা যাত্রীবেশে তাঁর ভাইয়ের ট্রলারে উঠেছিলেন। পরে তাঁরা মাঝ নদীতে গিয়ে তাঁকে হত্যা করে ট্রলার নিয়ে পালিয়েছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ব্যাপক তদন্তের পরে পুলিশ মঙ্গলবার নিহতের ভাই শহিদুল ও তাঁর ছেলে সুজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সুজনের মামাতো ভাই রিয়াদসহ চারজনকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা নদীর মোল্লারহাট পয়েন্টে ডুবুরি দল নিয়ে অভিযান চালিয়ে মাহবুবের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, মাহবুবের ভাই শহিদুল হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি। সুজন পুলিশকে জানিয়েছেন, ট্রলার ছিনতাইয়ের জন্য তিনি চাচাকে হত্যা করেছেন। ট্রলারটি তিনি বিক্রি করে দিয়েছেন।
মামলার বাদী জামাল বলেন, বছর তিনেক আগে সুজন ও মাহবুবের ছেলের মধ্যে মারামারি হয়। তখনই সেটা মীমাংসা হয়েছিল। তবে এ নিয়ে সুজনের মনে ক্ষোভ ছিল। ৩১ জানুয়ারি সুজন, রিয়াদসহ সাত-আটজন নদীর অপর পাড়ে যাওয়ার কথা বলে মাহাবুবের ট্রলারে ওঠে। নদীর মাঝে গিয়ে সুজন অন্যদের নিয়ে তাঁর চাচাকে হত্যা করেছেন।
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২ ঘণ্টা আগে