নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেছে। আগুন দেখে বাস থেকে চালক, সুপারভাইজার ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন নেভাতে আসা গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার পর হঠাৎ চলন্ত অবস্থায় আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ২০ জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিপুল হোসেন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবু পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডর পর থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেছে। আগুন দেখে বাস থেকে চালক, সুপারভাইজার ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন নেভাতে আসা গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার পর হঠাৎ চলন্ত অবস্থায় আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ২০ জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিপুল হোসেন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবু পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডর পর থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
২০ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
১ ঘণ্টা আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
১ ঘণ্টা আগে