নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ ফয়জুল করিমকে মনোনীত করেছে। তিনি দলটির সিনিয়র নায়েবে আমির ও নগর সভাপতি। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার বিকেলে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।
নগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে দলের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেল মহড়া দিয়ে ঘোষণাস্থলে উপস্থিত হন।
মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম এর আগে বরিশাল-৫ (সদর) আসন থেকে একাধিকবার এমপি প্রার্থী হয়েছেন। তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং দক্ষ সংগঠক। নগরে তাঁর নেতা-কর্মী ও সমর্থক রয়েছে ব্যাপক।
নাম ঘোষণার পর প্রার্থীর হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন দলের আমির মুফতি রেজাউল করিম। এ সময় হাতপাখা প্রতীকের স্লোগানে চরমোনাই ময়দান মুখরিত হয়ে ওঠে।
এ সময় দলের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘আমি বরিশালের মেয়র নয়, খাদেম হতে চাই। বরিশাল নগরে শান্তি প্রতিষ্ঠা করব। নগরবাসীর অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘অনেক বিপদ আসবে। সরকারকে মেসেজ দিতে চাই, নির্বাচনে অন্যায়ভাবে অনিয়ম করার চেষ্টা করলে ক্ষমতার মসনদ কাঁপিয়ে দেওয়া হবে।’
এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ষড়যন্ত্র করেও চরমোনাই ইউপি নির্বাচনে হাতপাখার বিজয় ঠেকাতে পারেনি। বরিশাল সিটি আমাদের জন্মস্থান। বিগত সিটি নির্বাচনে কীভাবে মেয়র নির্বাচিত হয়েছে এবং পরে দায়িত্ব পালন করেছে তা সকলের জানা আছে। নগরবাসী যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, এর প্রয়োজন মনে করেই প্রার্থী দিয়েছি।’
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ ফয়জুল করিমকে মনোনীত করেছে। তিনি দলটির সিনিয়র নায়েবে আমির ও নগর সভাপতি। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম আজ বৃহস্পতিবার বিকেলে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।
নগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে দলের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেল মহড়া দিয়ে ঘোষণাস্থলে উপস্থিত হন।
মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম এর আগে বরিশাল-৫ (সদর) আসন থেকে একাধিকবার এমপি প্রার্থী হয়েছেন। তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং দক্ষ সংগঠক। নগরে তাঁর নেতা-কর্মী ও সমর্থক রয়েছে ব্যাপক।
নাম ঘোষণার পর প্রার্থীর হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন দলের আমির মুফতি রেজাউল করিম। এ সময় হাতপাখা প্রতীকের স্লোগানে চরমোনাই ময়দান মুখরিত হয়ে ওঠে।
এ সময় দলের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘আমি বরিশালের মেয়র নয়, খাদেম হতে চাই। বরিশাল নগরে শান্তি প্রতিষ্ঠা করব। নগরবাসীর অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘অনেক বিপদ আসবে। সরকারকে মেসেজ দিতে চাই, নির্বাচনে অন্যায়ভাবে অনিয়ম করার চেষ্টা করলে ক্ষমতার মসনদ কাঁপিয়ে দেওয়া হবে।’
এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ষড়যন্ত্র করেও চরমোনাই ইউপি নির্বাচনে হাতপাখার বিজয় ঠেকাতে পারেনি। বরিশাল সিটি আমাদের জন্মস্থান। বিগত সিটি নির্বাচনে কীভাবে মেয়র নির্বাচিত হয়েছে এবং পরে দায়িত্ব পালন করেছে তা সকলের জানা আছে। নগরবাসী যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, এর প্রয়োজন মনে করেই প্রার্থী দিয়েছি।’
পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ীর সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে।
১৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
৪৩ মিনিট আগেএর আগে ড. শফিউল্লাহ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। তবে ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেবিদেশী পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদকে’ (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরের সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ ওই এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে