Ajker Patrika

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যুবলীগ নেতাসহ কারাগারে ৬

পটুয়াখালী প্রতিনিধি
নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যুবলীগ নেতাসহ কারাগারে ৬

পটুয়াখালীতে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের দায়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। পটুয়াখালী সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে ডিজিটাল আইনে মামলাটি রুজু করেন। মামলায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মাকসুদুর রহমান (৩০) ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল হোসেন (৩০) সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
 
বাকি আসামিরা হলেন, মো. কাওছারুল আলম (৩০), মো. জহিরুল ইসলাম (৩১), অলিউল ইসলাম (৩২) ও শিমু আক্তার (৩১)। 

গত শুক্রবারে অনুষ্ঠিত উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে শিমু আক্তার নামে এক পরীক্ষার্থীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ শিমু আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী অন্য পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিলে শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করেন। এরপর শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। 

এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এক নারীসহ ছয়জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত