নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে নগরীর চাঁদমারি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পাঁচটি ঘর আগুনে পুড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও দুটি ঘর। এ ছাড়া দ্রুত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় নৌযান ‘অগ্নিযোদ্ধা’।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে বিভিন্ন দলের মনোনীত মেয়র প্রার্থীরা। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন।
প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়জুল করিম এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় জনগণ, পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানের বাসিন্দা কালাম নামের এক ব্যক্তির বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে বৈদ্যুতিক গোলযোগে আগুন লাগতে পারে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে চার থেকে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আহত অবস্থায় তিন থেকে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের গায়ে আগুনের ঠোসকা পরেছে।’
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে নগরীর চাঁদমারি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পাঁচটি ঘর আগুনে পুড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও দুটি ঘর। এ ছাড়া দ্রুত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় নৌযান ‘অগ্নিযোদ্ধা’।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে বিভিন্ন দলের মনোনীত মেয়র প্রার্থীরা। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন।
প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়জুল করিম এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় জনগণ, পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানের বাসিন্দা কালাম নামের এক ব্যক্তির বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে বৈদ্যুতিক গোলযোগে আগুন লাগতে পারে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে চার থেকে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আহত অবস্থায় তিন থেকে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের গায়ে আগুনের ঠোসকা পরেছে।’
শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১৪ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
২২ মিনিট আগেঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
২ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
২ ঘণ্টা আগে