পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় পূর্বশত্রুতার জেরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে স্কুলশিক্ষককে জড়িয়ে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি। এ বিষয়ে ওই স্কুলছাত্রী ও তার অভিভাবকদের কোনো অভিযোগ না থাকলেও তথ্য গোপন করে কাগজে স্বাক্ষর নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় দরখাস্ত দেওয়ার ব্যবস্থা করেছেন আব্দুর রাজ্জাক। পরে বিষয়টি টের পেয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলেছে ওই স্কুলছাত্রীর পরিবার।
ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৭) নিয়ে ওই স্কুলের সহকারী শিক্ষককে জড়িয়ে। এ নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার আদেশে পাথরঘাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করলে ঘটনার সত্যতা পাননি।
ওই স্কুলছাত্রীর দাদা জানান, চার মাস আগের ভিক্তিহীন বিষয়টি নিয়ে সাক্ষ্য দিলে আমাদের টাকার প্রস্তাব দেন রাজ্জাক।
জানা যায়, গত বছরের ডিসেম্বরে পরীক্ষার ফল ভালো হওয়ায় শিক্ষার্থীদের সামনে আদর করে ধন্যবাদ জানায়। এ নিয়ে অন্য শিশুশিক্ষার্থীরা বলাবলি করে, স্যার তোদেরকে ভালোবাসেন, তাই তিনি তোমাদের আদর করেন। বিষয়টি নিয়ে একটি মহল অন্যদিকে ঘুরিয়ে ওই শিক্ষককের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রটায়। এর ইন্ধন দেন আব্দুর রাজ্জাক। ঘটনার তিন মাস পর চলতি মাসের ৫ তারিখ কথিত গ্রাম বাংলা প্রতিদিন নামের একটি পত্রিকায় শিক্ষককে জড়িয়ে একটি প্রতিবেদনও করান তিনি। একই দিনে স্কুলছাত্রীর মায়ের স্বাক্ষরিত আবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছে দেন আব্দুর রাজ্জাক। পত্রিকায় প্রতিবেদনের আগে জিয়াউর ইসলাম নামের এক কথিত সাংবাদিক ওই শিক্ষকের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেন বলে জানান ওই স্কুলশিক্ষক।
এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর ও কথিত সাংবাদিক জিয়াউর ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে বাঁশ দেওয়ার জন্য ওখানে গিয়েছেন। ঠিক আছে। ঠিকমতো বাঁশ দিয়ে আসেন বলে ফোনের লাইন কেটে দেন।’
ওই স্কুলছাত্রীর মা সাংবাদিকদের বলেন, ‘আমাকে আব্দুর রাজ্জাক ভুল বুঝিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন। এর কয়েক দিন পর শুনতে পাই, আমার মেয়ের নাম-পরিচয় দিয়ে একটি পত্রিকায় নিউজ হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে দিয়েছে।
ওই স্কুলছাত্রীর দাদি জানান, ‘তিলকে তাল বানিয়ে আব্দুর রাজ্জাক আমাদের ও স্কুলের শিক্ষকের সম্মানহানি করেছে। এ ঘটনায় আমরা লজ্জিত।’
আব্দুর রাজ্জাক পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সৃজন আলীর ছেলে। তাঁর সঙ্গে ওই স্কুলশিক্ষককের বাবার উত্তর ঘুটাবাছা প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি স্কুল কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দ্বন্দ্ব চলছে।
ওই স্কুলশিক্ষক বলেন, ‘চার মাস আগে শিশুশিক্ষার্থীদের ভালো রেজাল্ট করায় সকল শিক্ষার্থীর সামনে কৃতী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে চক্রান্ত করে যারা অপপ্রচার চালিয়েছে। আমি তাদের বিচার দাবি করছি।’
আব্দুর রাজ্জাক বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান, ‘আমাকে জিয়াউর ইসলাম ওইখানে নিয়ে গেছে।’
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, ছাত্র-শিক্ষকের সম্পর্কের মধ্যে রয়েছে আদর, স্নেহ ও শাসনের সম্পর্ক। ছোনবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে কুচক্রী মহল যেভাবে ছাত্র-শিক্ষকের মধ্যকার সম্পর্কের মধ্যে ভিন্ন কিছু খুঁজে সম্মানহানি করছে। এতে পুরো শিক্ষকসমাজ লজ্জিত।
পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে ফেসবুক সাংবাদিকদের ভিড়ে মূল ধারার সাংবাদিকেরাও সমালোচনার মুখে পড়েছেন। কোথাকার কে আন্ডারগ্রাউন্ডের পত্রিকা, যার নাম কোনো দিন শুনিনি, সেসব পত্রিকায় বানোয়াট সংবাদ প্রকাশ করে মূলধারার সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
পাথরঘাটা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন হাওলাদার জানান, বরগুনা জেলা শিক্ষা অফিসে আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করে দেন জেলা শিক্ষা কর্মকর্তা। আমরা সরেজমিন গিয়ে স্কুলছাত্রীকে পাইনি। তবে ওই স্কুলছাত্রীর মা এসে একটি লিখিত বক্তব্য দিয়ে গেছেন। তিনি বলেছেন, ‘আমি কোনো অভিযোগ করিনি। আব্দুর রাজ্জাক এসে সাদা কাগজে একটি স্বাক্ষর নিয়েছে।’ তবে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
বরগুনার পাথরঘাটায় পূর্বশত্রুতার জেরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে স্কুলশিক্ষককে জড়িয়ে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি। এ বিষয়ে ওই স্কুলছাত্রী ও তার অভিভাবকদের কোনো অভিযোগ না থাকলেও তথ্য গোপন করে কাগজে স্বাক্ষর নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় দরখাস্ত দেওয়ার ব্যবস্থা করেছেন আব্দুর রাজ্জাক। পরে বিষয়টি টের পেয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলেছে ওই স্কুলছাত্রীর পরিবার।
ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৭) নিয়ে ওই স্কুলের সহকারী শিক্ষককে জড়িয়ে। এ নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার আদেশে পাথরঘাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করলে ঘটনার সত্যতা পাননি।
ওই স্কুলছাত্রীর দাদা জানান, চার মাস আগের ভিক্তিহীন বিষয়টি নিয়ে সাক্ষ্য দিলে আমাদের টাকার প্রস্তাব দেন রাজ্জাক।
জানা যায়, গত বছরের ডিসেম্বরে পরীক্ষার ফল ভালো হওয়ায় শিক্ষার্থীদের সামনে আদর করে ধন্যবাদ জানায়। এ নিয়ে অন্য শিশুশিক্ষার্থীরা বলাবলি করে, স্যার তোদেরকে ভালোবাসেন, তাই তিনি তোমাদের আদর করেন। বিষয়টি নিয়ে একটি মহল অন্যদিকে ঘুরিয়ে ওই শিক্ষককের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রটায়। এর ইন্ধন দেন আব্দুর রাজ্জাক। ঘটনার তিন মাস পর চলতি মাসের ৫ তারিখ কথিত গ্রাম বাংলা প্রতিদিন নামের একটি পত্রিকায় শিক্ষককে জড়িয়ে একটি প্রতিবেদনও করান তিনি। একই দিনে স্কুলছাত্রীর মায়ের স্বাক্ষরিত আবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছে দেন আব্দুর রাজ্জাক। পত্রিকায় প্রতিবেদনের আগে জিয়াউর ইসলাম নামের এক কথিত সাংবাদিক ওই শিক্ষকের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেন বলে জানান ওই স্কুলশিক্ষক।
এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর ও কথিত সাংবাদিক জিয়াউর ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে বাঁশ দেওয়ার জন্য ওখানে গিয়েছেন। ঠিক আছে। ঠিকমতো বাঁশ দিয়ে আসেন বলে ফোনের লাইন কেটে দেন।’
ওই স্কুলছাত্রীর মা সাংবাদিকদের বলেন, ‘আমাকে আব্দুর রাজ্জাক ভুল বুঝিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন। এর কয়েক দিন পর শুনতে পাই, আমার মেয়ের নাম-পরিচয় দিয়ে একটি পত্রিকায় নিউজ হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে দিয়েছে।
ওই স্কুলছাত্রীর দাদি জানান, ‘তিলকে তাল বানিয়ে আব্দুর রাজ্জাক আমাদের ও স্কুলের শিক্ষকের সম্মানহানি করেছে। এ ঘটনায় আমরা লজ্জিত।’
আব্দুর রাজ্জাক পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সৃজন আলীর ছেলে। তাঁর সঙ্গে ওই স্কুলশিক্ষককের বাবার উত্তর ঘুটাবাছা প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি স্কুল কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দ্বন্দ্ব চলছে।
ওই স্কুলশিক্ষক বলেন, ‘চার মাস আগে শিশুশিক্ষার্থীদের ভালো রেজাল্ট করায় সকল শিক্ষার্থীর সামনে কৃতী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানোর ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে চক্রান্ত করে যারা অপপ্রচার চালিয়েছে। আমি তাদের বিচার দাবি করছি।’
আব্দুর রাজ্জাক বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান, ‘আমাকে জিয়াউর ইসলাম ওইখানে নিয়ে গেছে।’
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, ছাত্র-শিক্ষকের সম্পর্কের মধ্যে রয়েছে আদর, স্নেহ ও শাসনের সম্পর্ক। ছোনবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে কুচক্রী মহল যেভাবে ছাত্র-শিক্ষকের মধ্যকার সম্পর্কের মধ্যে ভিন্ন কিছু খুঁজে সম্মানহানি করছে। এতে পুরো শিক্ষকসমাজ লজ্জিত।
পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে ফেসবুক সাংবাদিকদের ভিড়ে মূল ধারার সাংবাদিকেরাও সমালোচনার মুখে পড়েছেন। কোথাকার কে আন্ডারগ্রাউন্ডের পত্রিকা, যার নাম কোনো দিন শুনিনি, সেসব পত্রিকায় বানোয়াট সংবাদ প্রকাশ করে মূলধারার সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
পাথরঘাটা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুজন হাওলাদার জানান, বরগুনা জেলা শিক্ষা অফিসে আবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করে দেন জেলা শিক্ষা কর্মকর্তা। আমরা সরেজমিন গিয়ে স্কুলছাত্রীকে পাইনি। তবে ওই স্কুলছাত্রীর মা এসে একটি লিখিত বক্তব্য দিয়ে গেছেন। তিনি বলেছেন, ‘আমি কোনো অভিযোগ করিনি। আব্দুর রাজ্জাক এসে সাদা কাগজে একটি স্বাক্ষর নিয়েছে।’ তবে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
স্থানীয় ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয় ঘি দিয়ে ভাজা ময়মনসিংহের জাকির মামার টক-মিষ্টি জিলাপি। আর রমজানে ইফতারসামগ্রী হিসেবে এর চাহিদা অনেকটাই বেড়ে যায়। প্রথম রোজা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেককে এ জিলাপি কিনতে দেখা যায়। ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড়ে হোটেল মেহেরবানে তৈরি হয় ভিন্ন স্বাদের
১৮ মিনিট আগেরাজধানীর ওয়ারী থেকে এক নারী এবং তাঁর শিশুসন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মায়ের নাম লামিয়া তাসমেরী মুন (৩২) ও ছেলে আহনাফ কবির ইনাফ (৭)।
২৮ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী চলন্ত অটোরিকশায় হেনস্তার শিকার হয়েছেন। এ সময় হেনস্তাকারীরা ওই ছাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়। বুধবার রাত সোয়া ১০টা থেকে মাইজদী সড়কের চৌমুহনী চৌরাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগেআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর তানোর ও বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বিএনপির কর্মী, অন্যজন দলের অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের উপজেলা সভাপতি।
৪৩ মিনিট আগে