গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার (৪৫) বাদী হয়ে বিএনপির তিন নেতাসহ চারজনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই রাতেই সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করে। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন (৫৬), পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরহাদ শরীফ (৪৪) ও সদস্য এস. এম. সজীব শরীফ (৩৮) এবং নাজমুল হাসান মিঠু খান (৪৪)।
জামিল সিকদার এজাহারে উল্লেখ করেছেন, নাজমুল হাসান মিঠু খান গত ১৮ অক্টোবর বিকেলে আমার মোবাইল ফোনে কল করে বলে ‘তুই আর্মি ক্যাম্পে আয়, তুই আওয়ামী লীগের আমলে আমাকে অনেক জালাইছিস। টরকীতে ব্যবসা করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। নতুবা টরকী বন্দরে তুই ব্যবসা করতে পারবি না’। এই কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়লে আমার বোন তহমিনা আক্তার বিষয়টি গৌরনদী সেনা ক্যাম্পে গিয়ে জানান।
জামিল সিকদার এজাহারে আরও উল্লেখ করেছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও তাঁর একান্ত সহযোগী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ শরীফ, নাজমুল হাসান মিঠু খান এবং জাকিরের খালাতো ভাই সজীব টরকী বন্দরস্থ স্কুলের পেছনে আমার বাসায় গিয়ে ওই দুই লাখ টাকা আবারও দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করায় তাঁরা আমাকে মারধর করেন। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এলে সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ সময় তাঁরা জানান, আবারও টাকা নিতে আসবেন।
ওসি ইউনুস মিয়া বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার বাদী হয়ে বিএনপি নেতা জাকির হোসেনসহ চার বিএনপি নেতাকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। ওই রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার টরকী বন্দর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে আজ বুধবার সকালে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠিয়েছে।
বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার (৪৫) বাদী হয়ে বিএনপির তিন নেতাসহ চারজনকে আসামি করে গতকাল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই রাতেই সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে টরকী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করে। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন (৫৬), পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফরহাদ শরীফ (৪৪) ও সদস্য এস. এম. সজীব শরীফ (৩৮) এবং নাজমুল হাসান মিঠু খান (৪৪)।
জামিল সিকদার এজাহারে উল্লেখ করেছেন, নাজমুল হাসান মিঠু খান গত ১৮ অক্টোবর বিকেলে আমার মোবাইল ফোনে কল করে বলে ‘তুই আর্মি ক্যাম্পে আয়, তুই আওয়ামী লীগের আমলে আমাকে অনেক জালাইছিস। টরকীতে ব্যবসা করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। নতুবা টরকী বন্দরে তুই ব্যবসা করতে পারবি না’। এই কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়লে আমার বোন তহমিনা আক্তার বিষয়টি গৌরনদী সেনা ক্যাম্পে গিয়ে জানান।
জামিল সিকদার এজাহারে আরও উল্লেখ করেছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও তাঁর একান্ত সহযোগী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ শরীফ, নাজমুল হাসান মিঠু খান এবং জাকিরের খালাতো ভাই সজীব টরকী বন্দরস্থ স্কুলের পেছনে আমার বাসায় গিয়ে ওই দুই লাখ টাকা আবারও দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করায় তাঁরা আমাকে মারধর করেন। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এলে সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ সময় তাঁরা জানান, আবারও টাকা নিতে আসবেন।
ওসি ইউনুস মিয়া বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী এ কে এম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার বাদী হয়ে বিএনপি নেতা জাকির হোসেনসহ চার বিএনপি নেতাকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। ওই রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার টরকী বন্দর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছেন। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে আজ বুধবার সকালে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠিয়েছে।
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।
২২ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে।’ আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
২৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবার বিষমুক্ত আম চাষাবাদ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় এই চাষাবাদকে বলা হচ্ছে ‘উত্তম কৃষি চর্চা’ বা GAP (Good Agricultural Practices) পদ্ধতি।
২৫ মিনিট আগে